সংক্ষিপ্ত

ভারতীয় সংস্কৃতিতে পা ছুঁয়ে প্রণামের রীতি প্রচলিত, তবে শাস্ত্র অনুযায়ী কিছু ব্যক্তির পা স্পর্শ করা নিষিদ্ধ। এতে পাপের ভাগী হওয়ার পাশাপাশি নেমে আসতে পারে দুর্যোগ। 

ভারতীয় সংস্কৃতিতে পা ছুঁয়ে প্রণাম করার রীতি প্রচলিত। কথায় আছে, যে কোনও শুভ কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে তাঁদের আশীর্বাদ নিলে মিলবে সুফল। কিন্তু, জানেন কি প্রণাম করেও আপনার পাপের ঘরা ভরতে পারে। অবাক করা হলেও সত্য। শাস্ত্রে কিছু মানুষ উল্লেখ আছে। এই সকল ব্যক্তিদের পা স্পর্শ করা নিষিদ্ধ। এটি করলে বাড়ে পাপ। তেমনই অশুভ ফল ভোগ করতে পারেন আপনি।

মন্দিরে দাঁড়িয়ে কোনও ব্যক্তির পা স্পর্শ করবেন না। কারণ মন্দিরে ঈশ্বর থাকেন। তার থেকে বড় কেউ নয়। তাই মন্দিরে দাঁড়িয়ে কোনও ব্যক্তিকে প্রণাম করবেন না।

ঘুমন্ত ব্যক্তির পা স্পর্শ করতে নেই। এটি তার আয়ু কমিয়ে দেয়। শাস্ত্র মতে, শুধমাত্র মৃত ব্যক্তি শুয়ে থাকলে স্পর্শ করা যায়।

শ্মশান ফেরত ব্যক্তির পা স্পর্শ করতে নেই। কারণ এমন ব্যক্তিকে অশুচি মনে করা হয়। তিনি স্নান করার পরই পা স্পর্শ করা যাবে। তার আগে করতে নেই।

শাস্ত্র মতে, স্ত্রীর পা স্পর্শ করতে নেই স্বামীর। এতে পারিবারিক সমস্যা ও আর্থিক সংকট তৈরি হতে পারে।

মেয়ে বা নাতি-নাত্নির পা স্পর্শ করবেন না। ধার্মিক বিদ্ধানদের মতে, কোনও বাবা তার মেয়ে বা নাতি-নাত্নির পা স্পর্শ করলে বাবা পাপের ভাগী হতে পারে।

শাস্ত্র মতে, এই পাঁচ ধরনের মানুষের পা ভুলেও স্পর্শ করবেন না, বাড়বে পাপের ভাণ্ডার, জীবনে নেমে আসবে দুর্যোগ। সব সময় মনে রাখুন এই শাস্ত্র মত। এতে মিলবে উপকার।