- Home
- Astrology
- Horoscope
- তৈরি হচ্ছে অর্ধকেন্দ্রযোগ, কপাল খুলবে তিন রাশির, আর্থিক উন্নতি থেকে বাড়বে সম্মান
তৈরি হচ্ছে অর্ধকেন্দ্রযোগ, কপাল খুলবে তিন রাশির, আর্থিক উন্নতি থেকে বাড়বে সম্মান
২৪শে অগাস্ট, সূর্য ও বৃহস্পতির অর্ধকেন্দ্র যোগের ফলে মিথুন, কর্কট ও তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। মিথুন রাশির জীবনে সমস্যা কাটবে, কর্কটের আয় বাড়বে এবং তুলা রাশির আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

বৈদিক শাস্ত্রে আছে, একাধিক গ্রহ ও নক্ষত্রের কথা। নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে এই সকল গ্রহ ও নক্ষত্র। যার প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর। এই স্থান পরিবর্তনের প্রভাব সারা দেশে ১২টি রাশির ক্ষেত্রেই দেখা যায়। বছরে একবার বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে থাকে। শাস্ত্র মতে, ২৪ অগাস্ট দুপুর ২.২২ মিনিটে সূর্য এবং বৃহস্পতি একে অপরের থেকে ৪৫ ডিগ্রি দূরে অবস্থান করবে। এর ফলে তৈরি হবে অর্ধকেন্দ্র যোগ।
বর্তমানে বৃহস্পতি তার মিত্র রাশি, মিথুন রাশিতে এবং সূর্য তার বিপরীত রাশি, সিংহ রাশিতে অবস্থান করছে। এতে অনেক রাশির ভাগ্য উজ্জ্বল হবে। শাস্ত্র মতে ২৪ অগাস্ট দুপুর ২.২২ মিনিটে সূর্য এবং বৃহস্পতি একে অপরের থেকে ৪৫ ডিগ্রি দূরে অবস্থান করবে। এর দ্বারা উপকৃত হবেন একাধিক রাশির জাতক জাতিকা। দেখে নিন তালিকায় আপনি আছেন কি না।
মিথুন রাশির জন্য সূর্য-বৃহস্পতির অর্ধকেন্দ্রিক যোগ উপকারী। এই রাশির জীবনে অনেক সমস্যা কাটতে চলেছে। মানসিক স্থিরতা ফিরে আসবে। এই সময় বাড়বে সম্মান। তেমনই আদালত সম্পর্কিত যে কোনও সমস্যা সমাধান হবে। এরই সঙ্গে স্বাস্থ্যের উন্নতি হবে এই কয় রাশির।
ভাগ্য খুলবে কর্কট রাশির। এই সময় আপনার আয় বাড়বে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। প্রেমের সম্পর্ক হবে উন্নতি। শীঘ্রই আপনার সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে।
বৃহস্পতির-সূর্য সংযোগে অর্ধকেন্দ্র যোগ তুলা রাশির জন্য খুবই উপকারী। এই রাশির জাতকদের বহু বছর ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সমাজে মর্যাদা বাড়বে। প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন। এই সময় কপাল খুলবে এই রাশির জাতক জাতিকার।

