সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জলে হলুদ মেশানোর ট্রেন্ড নিয়ে সতর্কতা জারি করলেন জ্যোতিষী অরুণ কুমার ব্যাস। তাঁর মতে, এই কাজ নেতিবাচক শক্তি ও ভূত-প্রেতের প্রভাবকে আহ্বান করতে পারে।
সব সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এক অদ্ভুত ট্রেন্ড। অনেকেই ঘন অন্ধকার করে মোবাইলের ফ্ল্যাশের ওপর কাঁচের গ্লাসে জল রেখেছেন। তারপর তাতে চামচ করে হলুদ গুঁড়ো ফেলেছেন। জলে হলুদ মিশিয়ে রিল ও ভিডিও আপলোড করছেন। তবে এই কাজ করে অনেকে নিজেদের অজান্তে ডেকে আনছেন বিপদ। এমনই দাবি জ্যোতিষী অরুণ কুমার ব্যাসের। সদ্য ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও। সেখানে তিনি বলেছেন, এই জলে হলুদ মিশিয়ে যে লোকজন শুধু নেতিবাচক শক্তিকে ঘরে আমন্ত্রণ জানাচ্ছেন এমন নয়। বরং এটি ভূত প্রেতের প্রভাবকে আহ্বান করছে।
তিনি বলেছেন, জলে হলুদ মেশানো কোনও সাধারণ আচরণ নয়। এটি একটি তান্ত্রিক প্রক্রিয়া। তিনি ভিডিওর মাধ্যমে মানুষকে সতর্ক কর বলেছেন, এই কাজ একেবারেই না করতে। কারণ, এক ফলে ঘরে প্রবেশ করতে পারে নেতিবাচক শক্তি। প্রেতাত্মার প্রভাবও তৈরি হতে পারে।
তাঁদের দাবি, এই প্রক্রিয়া ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্র ও গুরু গ্রহকে দুর্বল করতে পারে, যার ফলে ভাগ্য ও মানসিক অবস্থার ওপর বিরূপ প্রভাব পড়বে। এই প্রক্রিয়াটি ঘরে অশান্তি ও বিপর্যয় ডেকে আনতে পারে। তাই তিনি এমন কাজ থেকে সকলকে দূরে থাকার অনুরোধ করেছেন।
এই ট্রেন্ড নিয়ে জ্যোতিষীর এই সতর্কবার্তামূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি ৫ লক্ষ ভিউয়ার্স হয়ে যায়। হাজার হাজার নেটিজেন তাতে মন্তব্য করে। একজন লেখেন, আমি তো ভিডিও বানিয়ে ফেলেছি। একজন লেখেন, অনেক জ্যোতিষ তো হলুদ জল দিয়ে স্নান করতে বলেন, তা হলে সেটি কি ঠিক নয়? কেউ আবার বলেন, জলে হলুদ মিশিয়ে স্নান করলে কী হয়?
এভাবেই ভাইরাল হয়েছে এই ভিডিও। ভাইরাল হয়েছে অরুণ কুমার ব্যাসের মন্তব্য। তাই এই সময় সতর্ক হন। জলে হলুদ মিশিয়ে রিল ও ভিডিও আপলোড করছেন।


