- Home
- Astrology
- Horoscope
- RamNavami 2025: রামনবমীতেই খুলে যাচ্ছে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য, দারুণ সুখবর জানুন একঝলকে
RamNavami 2025: রামনবমীতেই খুলে যাচ্ছে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য, দারুণ সুখবর জানুন একঝলকে
আজ রামনবমী। রামের জন্মদিনে কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। এই রাশির জাতক-জাতিকারা স্বয়ং প্রভু রামচন্দ্রের আশীর্বাদ ধন্য। কোন কোন রাশির জাতক এঁরা? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন…
- FB
- TW
- Linkdin
)
কর্কট রাশি
শাস্ত্রমতে কর্কট রাশির জাতক-জাতিকারা স্বয়ং ভগবান রামচন্দ্রের আশীর্বাদ ধন্য হন। এই সমস্ত রাশির মানুষেরা জীবনে প্রভাব প্রতি পত্তির অভাব হয় না। কর্মক্ষেত্রেও এরা প্রচুর সাফল্য লাভ করেন।
তুলা রাশি
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, তুলা রাশির জাতক-জাতিকাদের উপর রামের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। যারফলে এই রাশির ব্যক্তিরা অনেক ধার্মিক হন। যেকোনও পরিস্থিতি তাঁরা মোকাবিলা করতে পারেন।
মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের ওপর ভাগ্যোদয় হয় প্রভু রামচন্দ্রের কৃপায়। স্বয়ং রামচন্দ্র এদের সকল বিপদ থেকে রক্ষা করেন। প্রভু রামচন্দ্রের আশীর্বাদে এরা জীবনে অনেক সাফল্য লাভ করেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা হল ভগবান রামের অন্যতম প্রিয়পাত্র। এই রাশির জাতক-জাতিকাদের ওপর ভগবাল রামের আশীর্বাদ বর্ষিত হয়। এরা যেকোনও পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে পারে। দৃঢ় প্রতিজ্ঞ হন এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য রামনবমী অত্যন্ত শুভ হতে চলেছে, কারণ এই সময়ে তাদের জীবনে শক্তি, সমৃদ্ধি এবং স্থৈর্য আসবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য রাম নবমী সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে, কারণ এই সময়ে শ্রীরামের কৃপায় তাঁদের জীবনে উন্নতি ও ভালো সময় আসবে।
মকর-তুলা রাশি
রামনবমীর আগেই রাহু ও শনির সংযোগ তৈরি হয়েছে। যারফলে এই সংযোগ ১৮ মে পর্যন্ত বজায় থাকবে। ১২ এপ্রিল মঙ্গল গ্রহ শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে যারফলে মকর, তুলা ও মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ হতে পারে এই রামনবমী।