- Home
- Astrology
- Horoscope
- Diwali 2024: কালীপুজোর দিন সূর্যাস্তের পর কেন দেবী লক্ষ্মীর পুজো হয় জানেন? জানুন সেই কাহিনি
Diwali 2024: কালীপুজোর দিন সূর্যাস্তের পর কেন দেবী লক্ষ্মীর পুজো হয় জানেন? জানুন সেই কাহিনি
| Published : Oct 30 2024, 01:37 PM IST
- FB
- TW
- Linkdin
কার্তিক মাসের ঘোর অমাবস্যায় হয় কালীপুজো। এ দিনই লক্ষ্মী পুজো হয়। তবে, এই দিন কেন রাতে পুজো হয় জানেন?
২৯ অক্টোবর ধনতরাস থেকে দেশ জুড়ে দীপাবলি উদযাপন শুরু হয়েছে। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি।
টানা পাঁচ দিন ধরে চলে আলোর উৎসব। ধনতেরাস, ছোটি দিওয়ালি, ভূত চতুর্দশী, দীপাবলি, কালীপুজো থেকে ভাই ফোঁটা- পর পর থাকে উৎসব। এবছর কালীপুজো হবে ৩১ অক্টোবর।
সেদিন রাতেই মা লক্ষ্মী পুজোর রীতি আছে। এতে আর্থিক বৃদ্ধি হয়, সুখ শান্তিতে ভরে ওঠে সংসার। তবে, জানেন কি কেন রাতে হয় এই পুজো?
শাস্ত্র মতে, লক্ষ্মীপুজো করা উচিত প্রদোষ কালে অর্থাৎ সূর্যাস্তের পর। তবে, অন্যান্য দিনে কেউ সকাল বা সন্ধ্যায় পুজো করতে পারেন।
দীপাবলির দিন অমাবস্যা। এই দিন চাঁদ দেখা যায় না। এই সময় ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে স্বাগত জানানো হয়। দেবী লক্ষ্মীকে জ্যোতির প্রতীক মনে করা হয়। এবং প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করার বার্তা দেওয়া হয়।
বিশ্বাস করা হয় এই রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে আসেন। তাঁদের প্রসন্ন করতে পারলে জীবনে সকল দুঃখ দূর হয়।
কথিত আছে, সমুদ্র মন্থনে দেবী লক্ষ্মীর আর্বিভাব হয়েছিল। এই সমুদ্র মন্থন হয়েছিল রাতে। সে কারণে লক্ষ্মীপুজোর জন্য রাতের সময় শুভ।
দেবী লক্ষ্মী রাতেই বিচরণ করেন। তিনি সেই বাড়িতে প্রবেশ করেন যে বাড়ি আলোকিত থাকে। সে কারণে পুজোর সময় প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে।
অমাবস্যা পরের সময় অর্থাৎ প্রদোষ কালে এই পুজো হয়। সূর্যাস্তের পর ঠিক তিন ঘন্টা পর্যন্ত পুজোর সময় থাকে।