এবারের পূজায় আপনার ভালোবাসার সম্পর্ক কতটা সার্থক হবে আর কোন কোন রাশির ওপর তার ভালো প্রভাব থাকলে দেখে নিন।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব । নতুন জামাকাপড়ের পাশাপাশি বাড়িঘর নতুন করে সাজিয়ে তোলা-সবকিছুতেই নতুনের স্বাদ । তবে সব কিছুর আড়ালে লুকিয়ে প্রেম প্রণয়ের সম্পর্ক। প্রেম-ভালোবাসার বিষয় সুখ বৃদ্ধি, সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকতা আসবে কি না, এবিষয়ে আদেও জানেন কি? প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, ব্যক্তিগত কার্যকলাপে মনোযোগ আসবে কিনা, বিষয়গুলি অনুকূল থাকবে কিনা এবং আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক আপনার অনুকূলে থাকবে কিনা এই সবই আমরা জ্যোতিষ বিদ্যার মাধ্যমে জেনে থাকি।

ভালোবাসার জোয়ারে এই সময় কোন কোন রাশি ভেসে যাবে , কোন রাশি কেমন পুজো যাবে জানেন কি? এই মাসে কোন রাশির প্রেম হবে, কে প্রেমে প্রতারিত হবে, কারা হারানো প্রেম ফিরে পাবে, কোন রাশির জাতকদের প্রেম আসবে, আসুন জেনে নেওয়া যাক।

মকর রাশি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই শুভক্ষণে প্রেম আসতে পারে মকর রাশির জাতক-জাতিকার জীবনে। যাঁরা আগের থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। দেবী দুর্গার আশীর্বাদে মিটে যাবে সব বিবাদ।

ধনু রাশি: পুজোর সময় ধনু রাশির পুরনো প্রেম ফিরে আসার যোগ রয়েছে। আবার মণ্ডপে কাউকে দেখে প্রেমের পড়ারও সম্ভাবনা রয়েছে। অনেকদিন ধরে কাউকে প্রেম প্রস্তাব দেওয়ার কথা ভাবলে এই সময় মনের কথা বলে ফেলুন। তবে বিবাহিতরা স্ত্রীর সঙ্গে একটু মানিয়ে চলুন তা না হলে ছোটখাটো ঝামেলার সৃষ্টি হতে পারে।

সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকারা এমনিতেই মনের রাজা। পুজোয় এরা নতুন জীবন সঙ্গী পেতে পারেন। যাঁরা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাবেন। পুরনো প্রেমের ফিরে আসারও হাতছানি রয়েছে।

বৃষ রাশি: সম্পর্কে কোনও টানাপোড়েন থাকলে তা এই সময়ে মিটে যেতে পারে। স্বামী-স্ত্রীর কলহ দূর হবে। দেবীর আগমনের পর দারুণ সময় পেতে চলেছেন বিবাহিতরা। পুজোয় নতুন সঙ্গী খুঁজে পাওয়ারও যোগ রয়েছে।