এক কোয়া রসুন বদলে দেবে আপনার ভাগ্য, হবেন কোটিপতি, রইল জ্যোতিষ টোটকা
রান্নায় স্বাদ বাড়ানো ছাড়াও রসুনের রয়েছে জ্যোতিষ টোটকা। মানিব্যাগ থেকে শুরু করে বালিশের নিচে রসুন রাখলে আর্থিক উন্নতি ও সৌভাগ্য আসতে পারে। কু নজর থেকে বাঁচতেও এটি কার্যকরী।
- FB
- TW
- Linkdin
)
হেঁশেলের জনপ্রিয় উপাদান হল রসুন। যে কোনও পদে স্বাদ আনতে অপরিহার্য এই উপাদান।
তেমনই রসুনে আছে নানান গুণ। যা শরীরে ইমিউনিটি জোগায়। তেমনই ওজন কমাতে ও চুল পড়া বন্ধ করতে এর জুরি মেলা ভার।
এবার রসুন দিয়ে করুন জ্যোতিষ টোটকা। এই পদ্ধতি মেনে চললে মিলবে উপকার।
মানিব্যাগে রাখতে পারেন ১ কোয়া রসুন। খরচ কম হবে।
আলমারিতে মাসের খরচের টাকা রাখেন সেখানে রসুনে কোয়া রাখুন। এতে খরচ কম হবে।
কু নজর পড়ছে আপনার ওপর বা আপনার সন্তান-স্বামীর ওপর? নীল কাপড়ে এক কোয়া রসুন বেঁধে বাড়ির সদর দরজার ওরক ঝুলিয়ে।
বাড়িতে সুখ শান্তি আনতে শনিবার ও মঙ্গলবার সাতটা কোয়া রসুন একটা কাঠিতে গেঁথে বাড়ির উঠান বা বাগানে।
বাড়িতে সুখ শান্তি আনতে শনিবার ও মঙ্গলবার সাতটা কোয়া রসুন একটা কাঠিতে গেঁথে বাড়ির উঠানে বা বাগানে রেখে দিন। এত
রাতে খারাপ স্বপ্ন দেখেন। তাহলে বালিশের নিচে ৩ কোয়া রসুন রেখে দিন।
মেনে চলুন এই সকল টোটকা। এতে আর্থিক উন্নতি হবে। মিলবে উপকার।