দোল উৎসবে তুলসীর বিশেষ টোটকা পালনে আর্থিক সমস্যা দূর হবে। তুলসী পাতা দান, প্রদীপ জ্বালানো ও শিকড় ব্যবহার করে আর্থিক সমৃদ্ধি আনুন।

হোলি উৎসব সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। এটি শুধুমাত্র রঙ-র উৎসব নয়। আধ্যাত্মকি ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর বিশেষ তাৎপর্য আছে। এই বছর হোলি পড়েছে ১৪ মার্চ। হোলিকা দহন ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। এই দিনে শুধু রঙ খেললেই হল না। দোলের দিন তুলসী দিয়ে এই কাজ করুন, পকেট কখনও খালি হবে না। জেনে নিন কী করবেন।

তুলসী অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। বলা হয়, এটি দেবী লক্ষ্মীর রূপ। হোলির দিন স্নান করে তুলসী মায়ের পুজো করতে হবে। তার ফুল একটি লাল কাপড়ে বেঁধে পার্সে রাখতে হবে। এটি করলে সারা বছর অর্থের অভাব হবে না এবং আর্থিক সমস্যা সমাধান হবে।

তুলসী পাতা দান করুন হোলির দিন। এই দিন গঙ্গা জলে তুলসী পাতা রেখে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন। তারপর এই পাতা গরীবকে দান করুন। এতে আর্থিক বৃদ্ধি হবে।

তুলসী তলায় প্রদীপ জ্বালান দোলের দিন। প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হবে। ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে। ওম মহালক্ষ্মৈ নমঃ- মন্ত্র জপ করতে হবে। এতে আর্থিক উন্নতি হবে।

তুলসী গাছে গুড় এবং জল নিবেদন করুন দোলের দিন। পারিবারিক কলহ দূর হবে এই টোটকা পালনে।

হোলির দিন তুলসী শিকড় বেঁধে ব্যবসার জায়গা বা বাড়িতে রাখতে হবে। এতে বাণিজ্য বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে।

ফাল্গুনের পূর্ণিমায় উৎসবে মেতে ওঠেন সকলে। কোথাও দোল উৎসব তো কোথাও হোলি পালিত হয়। সকাল থেকে উঠে সকলে নিজের মতো করে উৎসব পালন করে থাকে। এই শুভ দিনে একে অপরকে রঙ দিয়ে উৎসব পালন করে থাকে। এবছর এই দোল উৎসব পালন করুন বিশেষ টোটকা। তুলসী পাতা দিয়ে টোটকা পালনে জীবনের সকল আর্থিক জটিলতা থেকে মিলবে মুক্তি।