জন্মাষ্টমীতে তুলসী গাছের বিশেষ টোটকা পালন করলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো, জল নিবেদন এবং পরিদর্শন করলে ইতিবাচক শক্তি আসে। ভোগে তুলসী পাতা নিবেদন করলে শ্রীকৃষ্ণ তুষ্ট হন।

হাতে আর কটা দিন। চলতি সপ্তাহেই জন্মাষ্টমী। ঘরে ঘরে পুজিত হবেন শ্রী কৃষ্ণ। এবছর ১৬ আগস্ট পড়েছে জন্মাষ্টমী। হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব হল জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। দেশ জুড়ে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। আজ রইল বিশেষ টোটকা। জন্মাষ্টমীর দিন তুলসী গাছের এই টোটকা করুন, ভাগ্য খুলবে আপনার। মিলবে শ্রীকৃষ্ণের কৃপা।

শাস্ত্র মতে, তুলসী হল কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই জন্মষ্টমীর দিন এই কয় টোটকা পালন করুন। জন্মাষ্টমীর রাতে যখন গোপালের আরাধনা করবেন, সেই সময় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালিয়ে দিন। গাওয়া ঘি-র এই প্রদীপ জ্বালানোর সময় বলবেন, ওম নমো ভগবতে বসুদেবায়। এতে প্রসন্ন হবে শ্রী কৃষ্ণ। আপনার সংসারে আসে সুখ।

জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন। তারপর ১১ বার সেই তুলসী গাছ পরিদর্শন করুন। বাড়িতে আসবে পজিটিভ এনার্জি। তেমনই পুজো করার সময় তুলসী গাছে একটি শঙ্খ রাখুন। এতে দূর হবে বাস্তুদোষ। আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই এই দিন তুলসী গাছ নিয়ে আসুন। তা বাড়ির উত্তর-পূর্ব কোণে স্থাপন করুন। প্রতিদিন তুলসী গাছ জল দিন। এতে মা লক্ষ্মী তুষ্ট হবে। তেমনই 

জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন তুলসী পাতা। ভোগের থালায় অবশ্য তুলসী পাতা দিন। এতে তুষ্ট হবেন শ্রী কৃষ্ণ। সঙ্গে শ্রীকৃষ্ণতে তুলসীর মালা নিবেদন করুন। সংসারে সুখের অভাব হবে না কখনও। মেনে চলুন এই সকল টোটকা। জন্মাষ্টমীর দিন তুলসীর টোটকা পালনে আপনার জীবনে হবে উন্নতি। সংসারে আসবে সুখ ও শান্তি, তেমনই আর্থিক উন্নতি হবে। এই সময় মিলবে শ্রীকৃষ্ণের কৃপা।