সংক্ষিপ্ত
মা লক্ষ্মীর কৃপা না পেলে দেখা দিতে পারে আর্থিক জটিলতা। আর্থিক ক্ষতি, পাওনা টাকা আদায়ে সমস্যা, আর্থিক জটিলতা, ব্যবসায় ক্ষতি-র মতো নানান সমস্যা দেখা দিতে পারে। এবার মা লক্ষ্মীকে তুষ্ট করুন বিশেষ উপায়। আজ রইল শুক্রবারের কয়টি টোটকা।
কথায় আছে মা লক্ষ্মী চঞ্চলা। মা লক্ষ্মী এক স্থানে বেশিক্ষণ থাকেন না। তাই মা লক্ষ্মীকে তুষ্ট করা বেশ কঠিন। আর মা লক্ষ্মীর কৃপা না পেলে দেখা দিতে পারে আর্থিক জটিলতা। আর্থিক ক্ষতি, পাওনা টাকা আদায়ে সমস্যা, আর্থিক জটিলতা, ব্যবসায় ক্ষতি-র মতো নানান সমস্যা দেখা দিতে পারে। এবার মা লক্ষ্মীকে তুষ্ট করুন বিশেষ উপায়। আজ রইল শুক্রবারের কয়টি টোটকা। জেনে নিন কোন উপায় মা লক্ষ্মীকে তুষ্ট করা সম্ভব।
শুক্রবার সকালে ও সন্ধ্যায় কর্পূর দিয়ে দেবীর আরতি করুন। মেনে চলুন এই বিশেষ টিপস। মা লক্ষ্মীকে প্রশন্ন করতে শুক্রবার সন্ধ্যা ও সকালে দেবীর আরতি করুন এই বিশেষ উপায়।
মা লক্ষ্মীর শ্লোক পাঠ করুন। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর শ্লোক পাঠে মিলবে উপকার। কনকধানা স্তোত্র পাঠ করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন। মেনে চলুন এই বিশেষ টিপস। মা লক্ষ্মীকে তুষ্ট করতে শুক্রবার অবশ্যই এই টোটকা মেনে চলুন।
পদ্ম ফুলে প্রসন্ন হন দেবী। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর চরণে পদ্মফুল অর্পন করুন। এতে মিলবে মায়ের কৃপা। রোজ পালন করুন এই টোটকাষ তাছাড়া লাল ফুল দিতে পারেন। গোলাপ ফুল নিবেদনে মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন।
শুক্রবার বাড়ির দরজায় রঙ্গোলি আঁকুন। সঙ্গে প্রদীপ ও ধূপ জ্বালান। এতে দেবী প্রশ্ন হন। রঙ্গোলি করতে না পারলে আলপনা আঁকতে পারেন। এটি টোটকা বেশ উপকারী।
শুক্রবার মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন। সঙ্গে একটি মরশুমি ফল দিন। মা লক্ষ্মীর কৃপা পেতে এই টোটকা বেশ উপকারী। শুক্রবার পালন করুন এই বিশেষ টোটকা। নিজের হাত ক্ষীর বানিয়ে নিবেদন করুন দেবীকে।
তেমনই প্রতি শুক্রবার বয়স্ক ব্যক্তির যত্ন নিন। তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নিন। শুক্রবার এই টোটকা পালনে মিলবে উপকার। শুক্রবার এই সকল টোটকা পালনে মিলবে মা লক্ষ্মীর কৃপা।
শাস্ত্রে মতে, সঠিক সময় ও সঠিক তিথিতে টোটকা পালনে সব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জ্যোতিষ শাস্ত্রে রয়েছে, নানান টোটকার কথা। এই সকল টোটকা সঠিক সময় পালনে মুক্তি মিলবে সকল সমস্যা থেকে। মেনে চলুন এই বিশেষ টিপস। মা লক্ষ্মীকে তুষ্ট করুন এই কয়টি উপায় পালনে। অবশ্যই শুক্রবার পালন করুন এই সকল টোটকা। এতে মিলবে মায়ের কৃপা।
আরও পড়ুন-
পুরনো স্মৃতি তাড়া করে বেড়ায় এই চার রাশিকে, নতুন সম্পর্ক গঠনে সমস্যায় পড়েন
ভুলেও এই পাঁচটি জিনিস রাখবেন না ঘরে, খারাপ সময় ঘিরে ধরতে পারে আপনাকে
শুক্রবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন কার সতর্ক থাকা প্রয়োজন