মার্চ মাসে গ্রহের গোচরের প্রভাবে মিথুন, কুম্ভ সহ পাঁচটি রাশির জীবনে নতুন সুযোগ আসবে। আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে অগ্রগতি, বিদেশ ভ্রমণ, ব্যবসায় লাভ সহ নানা সুযোগ আসবে। সূর্য, শনি, শুক্র ও বুধের অবস্থান পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়বে এই রাশিগুলিতে।
শাস্ত্রে উল্লেখ আছে একাধিক গ্রহ ও নক্ষত্রের। প্রতি মুহূর্তে নিজেদের অবস্থার পরিবর্তন করে চলেছে এই সকল গ্রহ ও নক্ষত্র। এর দ্বারা তৈরি হচ্ছে বিভিন্ন যোগ। যার প্রভাব পড়ছে আমাদের ওপর। শাস্ত্র মতে, মার্চ মাসে গ্রহের গোচরের প্রভাবে মিথুন, কুম্ভ সহ পাঁচটি রাশির জাতক জাতিকার জীবনে নতুন সুযোগ আসবে। আর্থিক উন্নতি থেকে কর্মক্ষেত্রে অগ্রগতি লাভ করবেন। সূর্য, শনি, শুক্র ও বুধ তাদের অবস্থার পরিবর্তন করতে চলেছে। এর ইতিবাচক ফল পাবেন এই পাঁচ রাশির জাতক জাতিকা। দেখে নিন কে কে।
মেষ রাশি
এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি কোনও সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। তেমনই আর্থিক দিক থেকেও মাসটি মেষ রাশির জন্য ভালো। এই সময় বিদেশে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। এই সময় পরিবারের সকল সমর্থন পাবেন।
মিথুন রাশি
মার্চ মাসটা মিথুন রাশির জন্য উপকারী। এই সময় অতিরিক্ত পরিশ্রমের ফল পাবেন। এই সময় বিদেশে আমদানি-রপ্তানি ব্যবসায় হবে উন্নতি। এই সময় কোনও পরিকল্পনা সফল হবে। এই সময় সম্পত্তি নিয়ে কোনও জটিলতা থাকলে তা কেটে যাবে।
কর্কট রাশি
ভালো সময় শুরু হবে কর্কট রাশির জন্য। এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তন ও উন্নতি আসবে। কেরিয়ারের জন্য ভালো সময়। ব্যবসার কাজে লাভবান হবেন। এই সময় কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। মাসের দ্বিতীয়ার্ধে আয় হবে দ্বিগুণ। তেমনই ব্যবসায় আসবে নতুন সুযোগ।
কুম্ভ রাশি
মার্চ মাস কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ। এই সময় সম্মানিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে। আর্থিক অবস্থা হবে উন্নত। কঠোর পরিশ্রমের ফল পাবেন। সরকারি কাজে আসবে সাফল্য। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে প্রবল। এই মাস আপনার জন্য নতুন দিগন্ত খুলে দেবে।
মীন রাশি
ভালো সময় শুরু হবে মীন রাশির। মার্চ মাসে বস্তুগত সুখ ও সমৃদ্ধি বাড়বে। স্বপ্ন পূরণের পাশাপাশি অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা আছে। এই সময় বিদেশ থেকে সুবিধা পেতে পারেন। আপনার জন্য বিশেষ ফলপ্রসূ হবে এই মাসটি।
