সংক্ষিপ্ত

২৯ মার্চ শনি গ্রহের স্থান পরিবর্তন কর্কট, কুম্ভ ও মকর রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায় লাভ, সম্পর্কে উন্নতি ও আর্থিক সমৃদ্ধি এই রাশিগুলির ভাগ্য পরিবর্তন করবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুয়াসী, শনিগ্রহ প্রায় আড়াই বছর ধরে একটি রাশিতে অবস্থান করেন এবং তারপর শনি স্থান পরিবর্তন করেন। এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশের ফলে ১২ রাশির ওপর প্রভাব পড়ে। শীঘ্রই অর্থাৎ ২৯ মার্চ শনি স্থান পরিবর্তন করবে। এর প্রভাব পড়বে এই তিন রাশির ওপর।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনির গোচর শুভ ফলে বয়ে আনবে। শনির প্রভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। সম্পর্কের উন্নতি হবে। দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা সমাধান হবে। চাকরিতে আসবে সুসংবাদ। আর্থিক অবস্থা উন্নত হবে। আত্মবিশ্বাস বাড়বে। আজ স্বাস্থ্য ভালো থাকবে। শীঘ্রই আটকে থাকা কাজ পূর্ণ হবে। শীঘ্রই বিনিয়োগে লাভবান হবেন।

কুম্ভ রাশি

২৯ মার্চের পর জীবনে আসবে পরিবর্তন। শনির সাড়ে সাতি পুরোপুরি শেষ হবে না। ব্যবসায় হবে উন্নতি। তেমনই সামাজিক কাজে আগ্রহ বাড়বে। তেমনই সম্মান বাড়বে এই সময়। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। তেমনই কর্মক্ষেত্রে আছে পদোন্নতির যোগ।

মকর রাশি

ভালো সময় শুরু হচ্ছে মকর রাশির জীবনে। এই সময় আর্থিক অবস্থা হবে উন্নত। তেমনই আত্মবিশ্বাস বাড়বে। বিনিয়োগের জন্য ভালো দিন। এই সময় দিন ভালো কাটবে। জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। মকর রাশির জীবনে শুভ সময় শুরু হবে এই রাশির জীবনে। 

হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক রাশির উল্লেখ। রয়েছে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের কথা। এই সকল গ্রহ ও নক্ষত্র প্রতি মুহূর্তে নিজের স্থান পরিবর্তন করে চলেছে। এর প্রভাবে তৈরি হয় নানান যোগ। যার প্রভাবে কারও জীবনে ভালো সময় তৈরি হচ্ছে তো কারও জীবনে খারাপ সময়। এই সময় তৈরি শনির বিশেষ যোগ। শনি দেবতা ২৯ তারিখে স্থান পরিবর্তন করছে যার শুভ প্রভাব পড়বে তিন রাশির জীবনে। কর্কট, কুম্ভ ও মকর রাশির জীবনে আসবে পরিবর্তন।