সংক্ষিপ্ত

বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগের প্রভাবে বৃষ, কন্যা, তুলা ও মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। চাকরি, ব্যবসা, আর্থিক অবস্থার উন্নতিসহ জীবনের নানা ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা।

শাস্ত্র মতে, প্রতি নিয়ত এক স্থান থেকে অন্যত্র বিচরণ করে চলেছে গ্রহ নক্ষত্ররা। এর কারণে নানান যোগ তৈরি হচ্ছে। আর এর শুভ ও অশুভ দুই প্রভাব পড়ছে বিভিন্ন রাশির জাতক জাতিকার ওপর। শাস্ত্র মতে, শীঘ্রই বুধের গোচর হবে। এর ফলে সূর্য ও বুধের সংযোগ তৈরি হতে চলেছে। এই মহামিলনের ফলে তৈরি হবে রাজযোগ। যার প্রভাব পড়বে কয়টি রাশির ওপর। ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতের প্রবেশ করবে বুধ। ১২ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য। বুধ-সূর্যের মিবলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এর প্রভাবে কপাল খুলবে চার রাশির।

বৃষ রাশি

বুধাদিত্য রাজযোগে কপাল খুলবে বৃষ রাশির। মনের কোনও বড় ইচ্ছা পূরণ হবে। তেমনই চাকরি ও ব্যবসায় আর্থিক লাভ হবে। এরই সঙ্গে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। যারা পড়াশোনা করছেন তাদের পড়ায় হবে উন্নতি। এই সময় সব কাজে সাফল্য আসবে। এই সময় পারিবারিক জীবন হবে আনন্দের। সম্পর্কে আসবে মাধুর্য।

কন্যা রাশি

ভালো সময় শুরু হবে কন্যা রাশির জীবনে। এই সময় বেকাররা চাকরি পাবেন। তেমনই যারা কর্মরত তাদের কর্মক্ষেত্রে হবে উন্নতি। এই সময় ভালো খবর পেতে পারেন। তেমনই এই সময় আর্থিক অবস্থা হবে উন্নত। আর্থিক লাভের সম্ভাবনা আছে প্রবল।

তুলা রাশি

কপাল খুলতে চলেছে তুলা রাশির। বুধ-সূর্যের মহামিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। এর প্রভাবে আপনার সব কাজে আসবে সাফল্য। সামাজি বৃত্ত বাড়বে। এই সময় প্রভাবশালী কোনও ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন। আটকে থাকা টাকা উদ্ধার হবে এই সময়।

মীন রাশি

বুধ-সূর্যের মহামিলনে বুধাদিত্য রাজযোগে মীন রাশির জীবনে আসবে উন্নতি। এই সময় সুখ ও সমৃদ্ধি আসবে সংসারে। আর্থিক উন্নতি হবে। এই সময় জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। ভালো সময় শুরু হতে চলেছে এই সকল রাশির।