১২ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করায় মেষ, মিথুন, সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য, সম্পর্কের উন্নতি সহ নানাবিধ শুভ পরিবর্তন আসবে।

১২ ফেব্রুয়ারি সূর্য শনি দেবের রাশি কুম্ভে গমন করছেন। সূর্যের শনি রাশি কুম্ভ গমন ১২ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিট হবে। কুম্ভ রাশিচে সূর্যের গমন থেকে সিংহ-সহ ৫ রাশির ভাগ্য উজ্জ্বল হবে।

মেষ রাশি

মেষ রাশির একাদশ ঘরে গমনের সময় আপনার জীবনে বিভিন্ন দিকের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। এতে মেষ রাশির আর্থিক উন্নতি ঘটবে। তেমনই সম্পর্কের উন্নতি হবে এই সময়। আপনার বন্ধু ও সহকর্মীদের আপনার পাশে পাবেন। চাকরিজীবী মানুষদের পদোন্নতির যোগ আছে।

মিথুন রাশি

ভালো টাইম শুরু হবে মিথুন রাশি। কেরিয়ারে হবে উন্নতি। তেমনই ব্যবসায় হবে লাভ। এই সময় ব্যক্তিগত জীবনে প্রেম বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। ধর্মীয় কাজে হবে উন্নতি। আত্মিক শান্তি পাবেন এই সময়। জীবনে নতুন সুযোগ আসতে পারে। আজ বর্তমান চাকরিতে উন্নতি হতে পারে।

সিংহ রাশি

শুভ সংবাদ পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এই সময় চাকরিতে উন্নতি হবে। ভালো কোনও সুযোগ আসতে পারে। আর্থিক লাভ হতে পারে। আজ ব্যবসায় হবে উন্নতি। অংশীদারিত্ব ও বৈবাহিক জীবনে উন্নতি হবে। আজ সম্পর্কের উন্নতি হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির ছেলে মেয়েদের জন্য ভালো সময়। এই সময় ইতিবাচক পরিবর্তন আসবে জীবনে। আজ আধ্যাত্মিক কাজে উন্নতি হবে। আজ পারিবারিক জীবনে খুশি হবেন। স্বাস্থ্য ভালো থাকবে এই সময়। ভালো কোনও খবর পেতে পারেন এই সময়। চাকরিতে হবে উন্নতি। সব কাজে আসবে সাফল্য।

তুলা রাশি

কুম্ভ রাশিতে গমন করবে তুলা। এই সময় বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। আজ আর্থিক অবস্থা হবে উন্নত। আজ পারিবারিক জীবনে সুখ আসবে। আজ মন রাখুন ইতিবাচক। এই সময় নিজের কাজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।