সংক্ষিপ্ত
হিন্দু শাস্ত্রে অন্যতম উৎসব মকর সংক্রান্তি। এই সময় পূণ্য লাভের আশায় অনেকেই গঙ্গা স্নান করে থাকেন। এই সময় সূর্য স্থান পরিবর্তন করে। এর প্রভাব পড়ে সকল রাশির ওপর। এই বছর মকর সংক্রান্তিতে তৈরি হচ্ছে বিরল যোগ, মকর সংক্রান্তিতে ভাগ্য খুলবে চার রাশির, দেখে নিন তালিকায় কে কে।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের বৈষয়িক সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই মকর সংক্রান্তিতে ভাগ্য খুলবে কয় রাশির। জমি, বাড়ি, যানবাহন ক্রয়ের শুভ প্রভাব পড়বে। শুভ ফল বৃদ্ধির জন্য এই সময় লাল বস্তু ঘরে রাখতে পারেন।
বৃষ রাশি
মকর সংক্রান্তিতে ভাগ্য খুলবে বৃষ রাশির। সাহস বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বজায় থাকবে। এই সময় চাকরিতে কর্মন্নোতি হতে পারে। ব্যবসার কাজে হবে উন্নতি। প্রেম জীবন আরও ভালো হবে। তেমনই সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। এই সময় কোনও ভালো খবর পেতে পারেন।
কুম্ভ রাশি
সূর্যের অবস্থান পরিবর্তনে কারণে শুভ প্রভাব পড়বে কুম্ভ রাশির। জাতক জাতিকার জন্য বিরাট উপকার হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। শত্রুদের জয় করতে পারবেন। প্রেম ও সন্তানদের কাছ থেকে সমর্থন পাবেন। ব্যবসার কাজে হবে উন্নতি। লাল রঙের কোনও বস্তু কিনতে পারেন। এতে মিলবে উপকার।
মকর রাশি
সূর্যের অবস্থান পরিবর্তনে কারণে শুভ প্রভাব পড়বে মকর রাশির ওপর। নতুন চাকরি পেতে পারেন। তেমনই পদোন্নতি হতে পারে। স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটবে। ব্যবসার কাজে হবে উন্নতি। শনিদেবের পুজো করলে মিলবে উপকার।
শাস্ত্র মতে, মকর সংক্রান্তিত এই সকল বিরল যোগ তৈরি হচ্ছে। মকর সংক্রান্তিতে ভাগ্য খুলবে চার রাশির। চাকরিতে উন্নতি থেকে শুরু করে নতুন জিনিস কিনতে পারবেন। তেমনই আবার প্রেম জীবনে হবে উন্নতি। এই সময় কয়টি জিনিস কিনলেও মিলবে উপকার। মেনে চলুন শাস্ত্র মত।