সংক্ষিপ্ত

হোলিতে চন্দ্রগ্রহণের ফলে ৪ রাশির জীবনে আর্থিক উন্নতির যোগ তৈরি হয়েছে। বৃষ, ধনু, বৃশ্চিক ও মিথুন রাশির জাতকদের জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি।

হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক রাশির উল্লেখ। আছে গ্রহ ও নক্ষত্রের কথা। এই সকল গ্রহ প্রতি মুহূর্তে তাদের স্থান পরিবর্তন করে চলেছে। যা শুভ যোগ তৈরি করছে। আজ রইল এমনই এক শুভ যোগের কথা। হোলিতে বিরাট যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র মতে, কেতু গ্রহ ইতিমধ্যে কন্যা রাশিতে অবস্থিত। এমন পরিস্থিতিতে কন্যা রাশিতে চন্দ্র ও কেতুর সংযোগ একটি গ্রহণ তৈরি করবে। এর দ্বারা উপকৃত হবেন চার রাশির জাতক জাতিকা। দেখএ নিন তালিকায় কে কে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকার জন্য চন্দ্র ও কেতুর সংযোগ হচ্ছে। অর্থের ক্ষেত্রে অসাধারণ লাভ হবে। ব্যবসায় অগ্রগতি হবে।

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ভালো দিন। প্রেমের ক্ষেত্রে শুভ দিন। আজ পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আজ কঠোর পরিশ্রমে দিন কাটবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জীবনে অনেক ধরনের সুখ আসবে। আজ আটকে থাকা টাকা উদ্ধার হবে। আজ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। আজ কর্মজীবনে আসবে সাফল্য। আজ সম্পত্তির দিক থেকে আপনি লাভবান হবেন।

মিথুন রাশি

মিথুন রাশির জীবনে কর্মজীবনে অগ্রগতি ও ব্যবসায় উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে মধুরতা আসবে। কোনও শুভ কাজে যোগ দিতে পারেন। আজ দিন কাটবে ভালো।

ফাল্গুনের পূর্ণিমায় বাংলা জুড়ে দোলযাত্রার উৎসবে মেতে ওঠেন সকলে। সকাল থেকে মঠ, ফুটকলাই দেবতাকে অর্পন করা হয়। এই শুভ দিনে একে অপরকে রঙ দিয়ে উৎসব পালন করে থাকে। এবছর এই দোল উৎসব শুভ হতে চলেছে এই চার রাশির জন্য। জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। হবে আর্থিক উন্নতি। হোলিতে বিরাট শুভ যোগ তৈরি হচ্ছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। আর এই চন্দ্রগ্রহণে খুলবে ভাগ্য। আর্থিক বৃষ্টি হবে এই চার রাশির জীবনে। হবে একাধিক শুভ পরিবর্তন।