- Home
- Astrology
- Horoscope
- ২০২৫ সালে কার ভাগ্যে কী? নতুন বছরে ভাগ্য খুলবে এই তিন রাশির, মিলবে শনি দেবের কৃপা
২০২৫ সালে কার ভাগ্যে কী? নতুন বছরে ভাগ্য খুলবে এই তিন রাশির, মিলবে শনি দেবের কৃপা
- FB
- TW
- Linkdin
নতুন বছর ভালো হোক তা সকলেরই কাম্য। কিন্তু, কার ভাগ্যে কী আছে তা বলা কঠিন।
আজ রইল জ্যোতিষ গণনা। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। ২০২৫ ভালো খবর নিয়ে আসছে তিন রাশির জন্য।
২০২৫ সালে কয়েকটি রাশির ওপর ন্যায় ও কর্মের প্রধান শনি মহারাজের কৃপা দৃষ্টি বর্ষিত হবে। শনি গোচর দেখা যাবে।
শনি দেবতা বিরাজমান কুম্ভ রাশিতে। ২০২৫-র তাঁর গোচর হবে মীন রাশিতে। পরবর্তী আড়াই বছর বৃহস্পতিতে বিরাজমান হবেন।
নতুন বছরের ২৯ মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবে শনিদেব। এর ফলে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন।
মকর রাশির মতো আরও কিছু রাশি লাভবান হবেন শনি গোচরে। কেটে যাবে সমস্যা। দেখে নিন শনির গোচরে কে কে লাভবান হবেন।
কর্কট রাশির জন্য ভালো সময়। শনি মীন রাশিতে প্রবেশ করলেই শুভ প্রভাব পড়বে কর্কট রাশির ওপর। ভালো কাটবে ২০২৫ সাল।
মকর রাশিতে আপাতত শনিদেবের সাড়ে সাতি বিরাজমান। নতুন বছরের ২৯ মার্চ এই সাড়ে সাতি শেষ হবে। আটকে থাকা সব কাজ শেষ হবে। ভালো সময় আসবে।
বৃশ্চিক রাশির জন্য শুভ সময় আসতে চলেছে। শনির ধাইয়ার কারণে আড়াই বছর ধরে চঞ্চলতা ছিল এই তিন রাশির জীবনে।
শাস্ত্র মতে, ভালো সময় শুরু হবে এই তিন রাশির। জীবনের সকল জটিলতা কেটে যাবে। সকল সমস্যা থেকে মুক্তি মিলবে।