সংক্ষিপ্ত
রবিবার অগ্রহায়ণ পূর্ণিমায়। এই সময় একাধিক গ্রহ তাদের অবস্থার পরিবর্তন করতে চলেছে। বৈদিক শাস্ত্রে রয়েছে, একাধিক গ্রহের কথা। প্রায়শই নিজেদের অবস্থার পরিবর্তন করে চলেছে এই সকল গ্রহ। এর প্রভাবে কারও শুভ সময় শুরু হচ্ছে তো কারও জটিল। তেমনই অগ্রহায়ণ পূর্ণিমা শুভ হতে চলেছে তিন রাশির জন্য। এই তিন রাশির জাতক জাতিকাদের চাকরিতে প্রোমোশন-সহ হবে বাড়তি আয়, দেখে নিন তালিকায় কে কে।
কর্কট রাশি
অগ্রহায়ণ পূর্ণিমা কর্কট রাশির জন্য শুভ হতে চলেছে। এই সময় দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে তিন রাশির ওপর। সেই তালিকায় আছে কর্কট রাশি। স্বাস্থ্য সমস্যা দূর হবে এই সময়। তেমনই পেতে পারেন কোনও সুসংবাদ। দীর্ঘ দিনধরে আটকে থাকা কাজ শেষ হবে এই সময়।
সিংহ রাশি
সিংহ রাশির ভাগ্য খুলতে চলেছে অগ্রহায়ণ পূর্ণিমা তিথিতে। চাকরিতে হবে প্রমোশন। তেমনই আর্থিক পাওনা হতে পারে। পরিবারের সঙ্গে সুদিন কাটাতে পারবেন। বন্ধুদের সাহায্য পেতে পারেন এই সম। এই সময় জীবনের কোনও সমস্যা থেকে পাবেন মুক্তি। সুদিন আসছে এই রাশির।
তুলা রাশি
শুভ সময় শুরু হবে তুলা রাশির। অগ্রহায়ণ পূর্ণিমা এই রাশির জন্য গুরুত্বপূর্ণ। এই সময় কোনও নতুন ব্যবসার কাজ হাতে আসতে পারে। তেমনই রাজনীতিতে আপনি নাম করবেন। এই সময় বিনিয়োগের সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রেও ভালো দিন। এই সময় প্রেমের পথ মসৃণ হতে পারে।
সব মিলিয়ে অগ্রহায়ণ পূর্ণিমায় কপাল খুলবে তিন রাশির।চাকরি থেকে ব্যবসা সব ক্ষেত্রে পাবেন শুভ ফল।