সংক্ষিপ্ত
জ্যোতিষ শাস্ত্রে একাধিক রাশির উল্লেখ আছে। তেমনই একাধিক গ্রহের কথা আছে। এই সকল গ্রহের অবস্থার পরিবর্তনে কারও জীবনে শুভ সময় আসে তো কারও জীবনে আসে খারাপ সময়। রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ভোর প্রায় ৬টা ৫৩ মিনিটে বৈদিক জ্যোতিষ মতে শুক্র ও শনি তাদের অবস্থার পরিবর্তন করছে। এর শুভ প্রভাব পড়বে ৫ রাশির ওপর। দেখে নিন তালিকায় কে কে।
বৃষ রাশি
ভালো সময় শুরু হবে বৃষ রাশির। আর্থিক উন্নতি হবে। এই সময় প্রেম জীবনের জন্য ভালো সময়। জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। আজ কোনও খাতে বিনিয়োগ করতে পারেন। এতে আপনি ভালো লাভ করবেন। আজ স্থিতিশীল ও বুদ্ধিমত্তার সঙ্গে কোনও সিদ্ধান্ত নিন। তেমনই কঠোর পরিশ্রমে ফল পাবেন। এই সময় পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন।
তুলা রাশি
শিল্প, ফ্যাশন, জিডাইন ও সৃজনশীল কাজে যুক্ত হতে পারেন। এই সময় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে স্থিরতা আসবে। পূর্বে কোনও ভুল থেকে শিক্ষা নিন। আজ কারও সঙ্গে ভুলবোবুঝি হলে মিটে যাবে।
মকর রাশি
মকর রাশি শনি গ্রহের অধীন। এই রাশির স্থিরতা ও উন্নতির যোগ আছে। কর্মজীবনে হবে উন্নতি। সব কাজে ধৈর্য রাখুন। তেমনই শৃঙ্খলাবদ্ধ ভাবে কাজ করুন। আজ আর্থিক স্থায়িত্ব আসবে সব কাজে। সম্পত্তি বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি
সমাজসেবা মূলক কাজে যোগ দিতে পারেন। এই রাশির ছেলে মেয়েরা নতুন আয়ের উৎস পাবেন। এই সময় ব্যয় রাখুন নিয়ন্ত্রণে। অর্থনৈতিক অবস্থা উন্নত হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে।
মীন রাশি
ভালো সময় শুরু হচ্ছে মীন রাশির জীবনে। মানসিক শান্তি মিলবে। আধ্যাত্মিক কাজে হবে উন্নতি। এই সময় পড়াশোনা বা কাজের ইচ্ছা পূরণ হতে পারে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক মধুর হবে।