সংক্ষিপ্ত

এপ্রিলের শুরুতে শনির উদয় চার রাশির জীবনে আনবে পরিবর্তন। বৃষ, মিথুন, তুলা ও কর্কট রাশির জাতকদের কর্মে উন্নতি ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

হিন্দু শাস্ত্রে আছে একাধিক গ্রহ ও নক্ষত্রের কথা। এই সকল গ্রহ ও নক্ষত্র প্রতি নিয়ত তাদের অবস্থা পরিবর্তন করছে। এর ফলে তৈরি হচ্ছে বিভিন্ন যোগ। যার শুভ প্রভাব যেমন পড়ছে বিভিন্ন রাশির জাতক জাতিকার ওপর তেমনই খারাপ প্রভাবও পড়তে দেখা যাচ্ছে। আর রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শনি গ্রহের উদয় হবে। এর শুভ প্রভাব পড়তে চলেছে চার রাশির ওপর।

হিন্দু শাস্ত্র, শনি দেবের কৃপা অপরিসীম। তাঁকে কর্মের দেবতা বলা হয়। তিনি রুষ্ট হলে ভেস্তে যেতে পারে যে কারও জীবন। তেমনই তাঁর কৃপা মিলবে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি। আজ রইল চার রাশির কথা। কলাপ খুলবে এই চার রাশির। এদের জীবনে দেখা দেবে শুভ সময়। এপ্রিলে গোচর হবেন শনি দেব। 

বৃষ রাশি

শনির উদয় বৃষ রাশির জাতকজেক জন্য ভাগ্যোন্নতি সুযোগ নিয়ে আসবে। এই সময়কালে আপনারা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসার উন্নতির প্রবল যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হবে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

শনির উদয় কপাল খুলবে মিথুন রাশির। কর্মজীবনে আসবে সাফল্য। আর্থিক লাভের সম্ভাবনা হবে। যারা চাকরি করছেন, তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসার কাজে লাভবান হবেন। ভাগ্য খুলবে এই রাশির জীবনে।

তুলা রাশি

শনির প্রভাবে ভাগ্যের বদল। পরিশ্রমের ফল পাবেন। আর্থিক দিক থেকে লাভবান হবে। জীবনে প্রায় সকল ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। ভাগ্য খুলবে এই রাশির জীবনে।

কর্কট রাশি

কর্মক্ষেত্রে আপনারা উল্লখেযোগ্য সাফল্য আসবে। ব্যবসার কাজে সাফল্য আসবে। আজ দীর্ঘদিন ধরে চলতে থাকা বিপদ কেটে যাবে। আজ উন্নতির নতুন পথ খুলে যাবে। গ্রহের অবস্থা অনুকূল হবে।