সংক্ষিপ্ত

শাস্ত্রে এই দিনটির গুরুত্ব বিস্তর। পূর্ণিমা তিথিতে পালিত হয় উৎসব। এই দোলের দিন দূর করুন জীবনের কোনও জটিল সমস্যা। পালন করুন বিশেষ জ্যোতিষ টোটকা।

আর মাত্র কটা দিন। তারপরই দেশজুড়ে পালিত হবে দোল উৎসব। এই উৎসব শুধু বাঙালিদের নয়। সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ পালন করে এই উৎসব। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও রাধা-কৃষ্ণের পুজো হয় এই দিন। তো কোথাও হোলিকা দহন উৎসবের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। শাস্ত্রে এই দিনটির গুরুত্ব বিস্তর। পূর্ণিমা তিথিতে পালিত হয় উৎসব। এই দোলের দিন যেমন আনন্দ উপভোগ করবেন তেমনই দূর করুন জীবনের কোনও জটিলতা। দোলের দিন পালন করুন বিশেষ জ্যোতিষ টোটকা।

স্বাস্থ্য জটিলতা লেগেই আছে। প্রায়শই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় হাজার চিকিৎসা করেও যেন মুক্তি মেলে না রোগ থেকে। পরের পর সমস্যা চলতেই থাকে। পরিবারের কেউ না কেউ নানান কারণে ভুগতে থাকেন। এমন সমস্যা থেকে মুক্তি পেতে পালন করুন জ্যোতিষ টোটকা। আজ রইল বিশেষ টোটকার হদিশ। পরিবারের কেউ না কেউ পর পর ভুগতে থাকলে এমন টোটকা পালন করুন। দোলপূর্ণিমার দিন টোটকা পালনে মিলবে উপকার। দেখে নিন কী করবেন।

শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতে দোলের দিন গোলাপ ও বাতাসার টোটকা পালন করুন। এই টোটকা পালনের জন্য প্রয়োজন কয়েকটি বাতাসা ও একটি গোলাপ ফুল। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, তাহলে দোলের দিন এই বাতাসা ও গোলাপ ফুল নিয়ে অসুস্থ ব্যক্তির মাথায় ৩১ বার ঘোরান। এবার তা বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিন। খেয়াল রাখবেন এই টোটকা পালনে যেন কেউ আপনাকে দেখতে না পায়। এতে মিলবে উপকার।

শাস্ত্রে দোলের দিনটি গুরুত্বপূর্ণ। এই দিন যে কোনও সমস্যা থেকে মুক্তির জন্য টোটকা পালন করতে পারেন। মনষ্কামনা পূরণের জন্য হোক কিংবা আর্থিক অনটন দূর করতে টোটকা পালন করতে পারেন। তেমনই বাস্তুদোষ দূর করতে পালন করতে পারেন টোটকা। এই দিন মনষ্কামনা পূরণের জন্য হোলিকা দহনের আগুনে ময়দা অর্পণ করে মনের কথা বলুন। তেমনই আর্থিক অনটন ঘোচাতে হোলিকা দহনের আগুনে সুপারি ও নারকেল অর্পণ করুন। তেমনই রাশি অনুসারে বেছে নিন হোলির রং। এতে মিলবে উপকার। নিয়ম মেনে হোলি খেললে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। সঙ্গে ঘটবে উন্নতি। সকলের স্বাস্থ্যের যেমন উন্নতি হবে তেমনই দূর হবে আর্থিক অনটন।

 

আরও পড়ুন

৫ মার্চ এই রাশিগুলির আর্থিকভাবে দারুন লাভ করবে, দেখে নিন রবিবারের আর্থিক রাশিফল

ধর্মীয় কাজে সময় কাটবে এই দুই তারিখের জাতক জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

তুলা রাশির মার্চ মাসে ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন, জেনে নিন কেমন কাটবে এই মাস