সংক্ষিপ্ত
কিছু মানুষ রয়েছে যারা সর্বদাই তাদের সঙ্গীদের বিরক্ত করে। অনেক সময় এদের সঙ্গীরা অতিষ্ট হয়ে যায়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিফল অনুযায়ী বলে দেওয়া যায় কোন রাশির মানুষ কেমন প্রকৃতির হয়। জ্যোতিষশাস্ত্রের কিছু আকর্ষণীয় বিষয় রয়েছে যা দেখে বলে দেওয়া যায় একজন মানুষের ব্যক্তিত্ব কেমন প্রকৃতির হয়। কিছু মানুষ রয়েছে যারা সর্বদাই তাদের সঙ্গীদের বিরক্ত করে। অনেক সময় এদের সঙ্গীরা অতিষ্ট হয়ে যায়। অনেক সময় মজা করে এরা সঙ্গীদের সঙ্গে, কৌতুকপূর্ণ ব্যবহারও করে। কিন্তু তাতে অতিষ্ট হয়ে বিরক্ত হয়ে যায়। জানুন এই রাশির পুরুষ কারা-
মিথুন রাশি
এই রাশির জাতকরা বুদ্ধি আর মজা করার জন্য বিখ্যাত। এদের ব্যবহার অনেক সময়ই এদের সঙ্গীদের বিরক্তের কারণ হতে পারে। মিথুন রাশির পুরুষরা হালকা মেজাজের জন্য পরিচিত। আর সেই কারণে এরা সঙ্গীর বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়।
সিংহ রাশি
এই রাশির জাতকরা হলে অত্যান্ত আত্মবিশ্বাসী হয়। সবকিছুতেই এরা চমক দিতে ভালবাসে। কিন্তু এদের কৌতুকপূর্ণ টিজিং অনেক সময় সঙ্গীর বিরক্তির কারণ হতে পারে। অধিকাংশ সময়ই এরা সঙ্গীদের নিজের সম্পত্তি মনে করে সীমারেখা অতিক্রম। কৌতুকপূর্ণ পরিবেশে এরা সঙ্গীকে অবজ্ঞা করে।
ধনু রাশি
এই রাশির জাতকরা খুবই সাহসী হয়। এরা জীবনে উত্তেজনা আর রোমাঞ্চ খোঁজে। আর সেই কারণে মজার ছলেই অধিকাংশ সময়ই নিজের সঙ্গীকে বিরক্ত করে। নিজেদের অজান্তেই এরা সঙ্গীর বিরক্তের কারণে হয়ে দাঁড়ায়। এদের সঙ্গীরা যদি খুব চুপচাপ আর নিয়মানুবর্তী হয় তাহলে এরা সঙ্গীদের আরও বেশি করে উত্যক্ত করে।
কুম্ভ রাশি
এই রাশির জাতকরা কিছুটা অন্য ধরনের হয়। এরা নিয়মনীতির ধার ধারে না। নিজের পছন্দ মতই জীবন কাটাতে ভালবাসে। এরা সঙ্গীকে অনেক সময়ই কটাক্ষ করে। বিরক্ত করে। এরা সঙ্গীকে স্থির থাকতে দেয় না। তাদের কোনও না কোনও অতিষ্ট করে। সঙ্গী অনেক সময়ই এদের ভয় পায়। বিরক্ত প্রকাশ করে। কিন্তু এরা সঙ্গীর বিরক্তিতে আমল দেয় না।