- Home
- Astrology
- Horoscope
- Horoscope November: ব্যবসায় হবে বিপুল লাভ এবং দাম্পত্য জীবনে আসবে শান্তি! এই চার রাশির মুখে হাসি
Horoscope November: ব্যবসায় হবে বিপুল লাভ এবং দাম্পত্য জীবনে আসবে শান্তি! এই চার রাশির মুখে হাসি
জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, নভেম্বর মাস পড়লেই ব্যবসাতে আসবে সাফল্য এবং দাম্পত্য জীবনেও মিলবে সুখ।

আর তো মাত্র কয়েকদিন
তারপরেই নতুন মাস।
আর এই আসন্ন নভেম্বর মাসেই কপাল খুলবে
কোন চার রাশির জাতক-জাতিকারা সাফল্যের মুখ দেখতে চলেছেন? চলুন দেখে নেওয়া যাক।
মেষ রাশিঃ নভেম্বর মাসে ভালো সময় আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য
অর্থ এবং ব্যবসার দিক দিয়ে ব্যাপক সাফল্য আসবে। মেষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করেন, তারা এই মাসে ভালো পরিমাণ লাভের মুখ দেখতে পারেন।
সেইসঙ্গে, চাকরিজীবীদেরও পদোন্নতি ঘটবে
বেশ কিছু সমস্যা থেকেও মিলবে মুক্তি।
কর্কট রাশিঃ আসন্ন নভেম্বর মাসে আসছে দুর্দান্ত সময়
দাম্পত্য জীবনে আসবে সুখ এবং ব্যবসায়ীরা দেখবেন লাভের মুখ।
অন্যদিকে, চাকরিতে প্রোমোশন
তাছাড়া কর্কট রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবনে শান্তি ফিরবে। বন্ধুদের সঙ্গেও আড্ডা দিয়ে ভালো সময় কাটবে।
বৃশ্চিক রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের কপাল খুলবে
ব্যবসায় অর্থ উপার্জনের ব্যাপক সুযোগ আসবে। শুধু কি তাই?
ফুলে ফেঁপে উঠবে সম্পত্তি
বিদেশে যাওয়ারও যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। সেইসঙ্গে, ব্যবসায় বিপুল লাভের মুখ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিবাহিতদের জন্য সুখের সময় আসতে চলেছে।
কুম্ভ রাশিঃ এই রাশির জাতকদের জন্য আসন্ন নভেম্বর আশীর্বাদ হয়ে আসবে
অপেক্ষা করছে উন্নতির অবারিত দ্বার এবং ব্যবসাতে (Business) আসবে তুমুল সাফল্য।
নতুন ব্যবসা শুরু করলেও বেশ ভালোই চলবে
সেইসঙ্গে, দাম্পত্য কলহ থাকলে অনেকটা কমে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।