সংক্ষিপ্ত

জ্যোতিষ অনুযায়ী একজন মানুষ কেমন হবে আর কেমন হবে না তা বলে দেয় জ্যোতিষশাস্ত্র। কয়েকটি রাশির মানুষ রয়েছে যাদের ব্যক্তিত্ব অন্যদের সকলের থেকে আলাদা।

 

আমরা দিনে অনেকের সঙ্গে দেখা করি কথা বলি যাদের মধ্যে অনেকে আমাদের চেনা বা অচেনা। কিন্তু তাদের অনেকেই আমাদের বিশেষভাবে আকর্ষণ করে। অনেক সময় অচেনা ব্যক্তি - পরিচিত হোক বা অপরিচিত হোক - আমাদের বিশেষ আকর্ষণ করে। এরও মধ্যে রয়েছে রাশিফল। জ্যোতিষ অনুযায়ী একজন মানুষ কেমন হবে আর কেমন হবে না তা বলে দেয় জ্যোতিষশাস্ত্র। কয়েকটি রাশির মানুষ রয়েছে যাদের ব্যক্তিত্ব অন্যদের সকলের থেকে আলাদা। এদের ব্যক্তিত্ব এমনই হয় যে- তা সকল মানুষকে বিশেষভাবে আকর্ষণ করে। এদের চরিত্র এমনই যা মানুষকে মন্ত্রমুগ্ধ করে দেয়।

জ্যোতিষশাস্ত্রের জগতে কিছু রাশি রয়েছে যাদের চৌম্বকের মত আকর্ষণ ক্ষমতা রয়েছে। এই রাশির মানুষদের চরিত্রগুলি কেমন হবে তা এক ঝলকে দেখে নিন।

১. মেষ রাশি

রাশিচক্রের প্রথম চিহ্ন। এই রাশির জাতক ও জাতিকারা প্রবল গতিশীল হয়। এরা প্রবল আত্মবিশ্বাসী হয়। এরা নির্ভিক হয়। মেষরাশির ব্যক্তিদের প্রাকৃতিক ক্যারিশ্মা রয়েছে। যা এদের দুঃসাহসিক করে তুলতে পারে। এদের এমন একটা ব্যক্তিত্ব যা সকলকে আকৃষ্ট করে। পাশাপাশি এদের উপস্থিতিতও সকলকে জানান দেয়।

সিংহ রাশি

এই রাশির জাতক ও জাতিকারদের একটি রাজকীয় উপস্থিতি থাকে। এরা অত্যান্ত দীপ্তিময়। সিংহরাশির মানুষ মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে। এদের এদের রাজকীয় উপস্থিতি যে কোনও মানুষকেই চৌম্বকের মত আকর্ষণ করতে পারে। এরা সর্বদা উৎসাহিত আর প্রাণচঞ্চল থাকে। যে কোনও পরিবেশেই এরা স্বাচ্ছন্দ্য থাকতে পারে।

তুলা রাশি

এই রাশির জাতক ও জাতিকারা জীবনে চরম ভারসাম্য বজায় রাখতে পারে। এদের মূল্যবোধও প্রবল। পাশাপাশি কূটনীতিক হিসেবেই এরাই জীবনে প্রবল সফল হয়। কিন্তু এদের উপস্থিতি সর্বত্রই একটি বিশেষ ছাপ ফেলতে পারে। এরা বন্ধু হিসেবে দুর্দান্ত হয়। এরা শান্তিপ্রিয় প্রকৃতির। আর সেই কারণে এদের ব্যক্তিত্বে একটি প্রবল আকর্ষণীয় ক্ষমতা থাকে।

মীন রাশি

মীন রাশির জাতক ও জাতিকারা চৌম্বক ব্যক্তিত্বের অধিকারী। মীন রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মানসিক স্তর অন্যদের থেকে কিছুটা হলেও আলাদা হয়। এদের ব্যক্তিত্ব এমন হয় যে এদের কথা যে কোনও মানুষই মন্ত্রমুদ্ধের মত শোনে। এরা খুবই সহানুভূতিশীল হয়। এদের যে কোনও মানুষকে আকর্ষণ করার ক্ষমতাও প্রবল হয়।