সংক্ষিপ্ত
রাশিচক্রের প্রত্যেকটির চিহ্নের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে। এদিন দেখেনিন মন বা হৃদের কথা যারা সবথেকে বেশি শুনে চলে।
জ্যোতিষাশাস্ত্র অনুযায়ী বলে দেওয়া যায় একজন মানুষের স্বভাব কেমন হবে। পাশাপশি বলে দেওয়া যায় সেই ব্যক্তি বা মহিলার মন কেমন হবে। রাশিচক্রের প্রত্যেকটির চিহ্নের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে। এদিন দেখেনিন মন বা হৃদের কথা যারা সবথেকে বেশি শুনে চলে।
১. কর্কট রাশি
এই রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত সহানুভূতিশীল হয়। আবেগের দ্বারা সর্বদা পরিচালিত। এরা নিজেদের ও কাছের মানুষের মঙ্গল চায়। সেই কারণে সর্বদাই হৃদের কথায় বেশি প্রাধান্য দেয়। মনের কথায় এরা সর্বদা সায় দেয়। এরা এদের চারপাশের মানুষের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে।
তুলা রাশি
এই রাশির জাতক জাতিকারা কূটনীতিক হয়। এরা ন্যায় পরায়ণ হয়। এরা একাধিক দৃষ্টিকোন থেকে পরিস্থিতি সম্পর্কে বোঝার চেষ্টা করে। তারপরই মনের কথা অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এরা এদের চারপাশে একটি সম্প্রতীতির পরিবেশ তৈরি করে। এরা প্রত্যেককে সম্মান করতে পারে। প্রত্যেককে কথা বলার সুযোগ দেয়।
মীন রাশি
এই রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত সহানুভূতিশীল প্রকৃতির হয়। এরা আবেগকে গুরুত্ব দেয়। অভিজ্ঞতার সঙ্গে নিজেদের অধিকার বুঝে নেয়। তবে যে কোনও পরিস্থিতিতে এরা মনকেই বেশি গুরুত্ব দেয়।
ধনু রাশি
এই রাশির জাতক ও জাতিকারা দুঃসাহসিক প্রকৃতির হয়। এরা আদর্শবাদী হয়। এরা নতুন কিছু করার তাগিদ সর্বদাই অনুভব করে। আর সেই জন্যই এরা স্বাধীনতা পছন্দ করে। তবে এরা সর্বদাই নিজের কাজ নিজে করতে পছন্দ করে। তারও দ্বারা প্রভাবিত হয় না। এরা সাধারণত উদার প্রকৃতির হয়। কিন্তু এরা কখনই মনের কথা না শুনে চলে না।