সংক্ষিপ্ত
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলে দেওয়া যায় এজাতীয় রাশির মানুষ কারা হয়- এদের মনের অবস্থা ঠিক কেমন হয়।
যে কোনও মানুষের মনের কথা বোঝা খুব কঠিন। কিন্তু কিছু মানুষ আছে যারা এতটাই গম্ভীর যে তাদের মনের তল পাওয়া খুবই কঠিন। আর সেই কারণে তাদের মনের মধ্যে কি চলছে তা সহজে জানা যায় না। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলে দেওয়া যায় এজাতীয় রাশির মানুষ কারা হয়- এদের মনের অবস্থা ঠিক কেমন হয়। রাশিচক্রের সর্বোচ্চ চার গম্ভীর রাশি - যাদের মনের তল পাওয়া কঠিন তারা কারা-
মকর রাশি
এই রাশির জাতক ও জাতিকারা খুবই সংগঠিত প্রকৃতির হয়। এরা হিসেব নিকেশ করেই পা ফেলে। আর সেই কারণে এদের মনের তল পাওয়া খুবই কঠিন। এরা শনি দ্বারা শাসিত , তাই খুবই শৃঙ্খলা পরায়ণ হয়। সংযমের সঙ্গে থাকে। এরা প্রবল বাস্তববাদী হয়। তাই যে কোনও পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে পারে। তবে এদেরকে বোঝা খুবই কঠিন হয়।
কুম্ভ রাশি
এই রাশির জাতক ও জাতিকা প্রবল দক্ষ ও স্বাধীনচেতা হয়। এরা সবকিছুই যুক্তি দিয়ে বিচার করে। এরা যুক্তিকে সবথেকে বেশি অগ্রাধিকার দেয়। এদের দূরদর্শী মানসিকতা আর প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য এরা কিছুটা গম্ভীর প্রকৃতির হয়। এরা সহজে নিজের মনের ভাব কথা অন্যের কাছে প্রকাশ করতে চায় না।
কন্যা রাশি
এই রাশির জাতক ও জাতিকারা সূক্ষ্ম ও বিশ্লেষণাত্মক প্রকৃতির হয়। এরা দক্ষতাকে মূল্য দেয়। নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে। কন্যারা তাদের অনুভূতিগুলি সহজে প্রকাশ করে না। নিজের মনের কথাও এরা সহজে অন্যের কাছে প্রকাশ করতে পারে না। প্রবল সংযমী হয়। তবে এরা খুব গম্ভীর প্রকৃতির হওয়ার জন্য এদের মনের হদিশ পাওয়া অন্যের পক্ষে খুবই কঠিন।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক ও জাতিকারা তীব্র দৃষ্টিভঙ্গির অধীকারী হয়। এরা রহস্যময় প্রকৃতির হয়। এরা যেকোনও মানুষকে সহজে মহিত করতে পারে। আবেগ প্রবণ হলেও এরা নিজেদের আবেগ লুকিয়ে রাখতে উদ্যোগী হয়। কম কথা বলে। আর সেই কারণে এদের নিয়ে রহস্য বজায় থাকে। যে কোনও অবস্থাতেই এরা মেজাজ হারায় না। আর সেই কারণেই এদের মনের তল পাওয়া খুব কঠিন।