সংক্ষিপ্ত
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলে দেওয়া যায় এই জাতীয় মানুষ কারা কারা হয়। এদের চারপাশে যারা থাকে তারাও এদের কাপুরুষতায় অবাক হয়ে যায়।
কিছু মানুষ রয়েছে যারা সিদ্ধান্তহীনতায় ভোগে। এরা অত্যান্ত কাপুরুষ প্রকৃতির হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলে দেওয়া যায় এই জাতীয় মানুষ কারা কারা হয়। এদের চারপাশে যারা থাকে তারাও এদের কাপুরুষতায় অবাক হয়ে যায়। এই রাশিগুলি হল-
কর্কট রাশি
এই রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত সংবদেনশীল প্রকৃতির হয়। এরা মানসিক গভীরতার জন্য পরিচিত। কিন্তু এরা দুর্বল মানসিকতার হয়। সর্বদাই একটা ভয় এদের গ্রাস করে থাকে। এরা সেই কারণে যে কোনও সিদ্ধান্ত নিতে ভয় পায় । অনেক চিন্তাভাবনা করার পরেই এরা পা ফেলে।
তুলা রাশি
এই রাশির জাতক ও জাতিকারা ভারসাম্য বজায় রেখেই চলতে ভালবাসে। এরা শান্তিপ্রিয় প্রকৃতির হয়। সবক্ষেত্রে সম্প্রীতির চেষ্টা করে। এরা এই চারিত্রিক বৈশিষ্ট্য় সকলেরই প্রশংসাযোগ্য। কিন্তু এরা ঝুঁকি নিতে ভয় পায়, কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে না। দ্রুত সিদ্ধান্ত নিতে এরা দ্বিধাবোধ করে। এদের চাহিদা খুব কম। যে কোনও দ্বন্দ্ব এরা সহজেই এড়িয়ে যেতে পারে।
মীন রাশি
এই রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত সহানুভূতিশীল প্রকৃতির হয়। এরা চ্যালেঞ্জের মুখোমুখি হলে সেখান থেকে পাালিয়ে যায়। এরা ঐতিহ্যগতভাবে কাপুরুষ নয়, কিন্তু এরা সর্বদাই বাস্তব এড়িয়ে যেতে চায়। এরা বাস্তবকে অনেক সময়ই মানতে চায় না।
কন্যা
এই রাশির জাতক ও জাতিকারা আকাঙ্খায় ভরপুর হয়। এরা সম্পদ হারাতে ভয় পায়। এরা ঝুঁকি নিতে ভয় পায়। আর সেই কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না। চ্যালেঞ্জর মুখোমুখি হলে এরা বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক সময় কঠিন পরিস্থিতি দেখলে এরা সেখান থেকে চলে যায়।
বৃষ রাশি
এই রাশির জাতক ও জাতিকারা একগুঁয়ে প্রকৃতির হয়। এরা নিজেদের পরিবর্তন করতে চায় না। যে কোনও পরিস্থিতিতে এরা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সিদ্ধান্ত বদল করতে পারে না। এরা নিজের নিরাপত্তাকে সর্বাধিক প্রাধান্য দেয়। আর সেই কারণে পরিবর্তনে অনীহা থাকে। কিছু কিছু ক্ষেত্রে এরা পিছিয়ে যায়। আর সেই কারণে অনেক সময় কাপুরুষের তকমা পায়।