সংক্ষিপ্ত
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির মানুষ রয়েছে তারা অটল দায়িত্ব আর কর্তব্যের মধ্যে আবদ্ধ থাকে। আর সেই জন্য তারা অনেকের পছন্দের হয় অনেকের বিরাগভাজন হয়। দায়িত্বশীল রাশিগুলিকে দেখে নিনঃ
মাহাজাগতিক বিষয়ের সঙ্গে মানুষের জীবনের ক্ষেত্র অনেকটাই এক। গ্রহ নক্ষত্রের প্রভাব থাকে যে কোনও মানুষের জীবনের ওপর। আর সেই কারণেই কোনও মানুষ খুবই উদাসীন হয়। কেউ কেউ আবার দায়িত্ব পালনে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। রাশিচক্র অনুযায়ী প্রত্যেক মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে। যেগুলি তার ব্যক্তিত্বের ওপর বেশ গুরুত্বপূর্ণ।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির মানুষ রয়েছে তারা অটল দায়িত্ব আর কর্তব্যের মধ্যে আবদ্ধ থাকে। আর সেই জন্য তারা অনেকের পছন্দের হয় অনেকের বিরাগভাজন হয়। দায়িত্বশীল রাশিগুলিকে দেখে নিনঃ
মকর রাশি
এই রাশি দায়িত্বের সমার্থক। শনি দ্বারা শাসিত। এরা প্রবল শৃঙ্খলে আবদ্ধ হয়। কঠোর পরিশ্রমী হয়। পেশাদার ক্ষেত্র হোক আর ব্যক্তিগত সম্পর্ক - সর্বত্রই এরা দায়িত্বের সঙ্গে নিজেদের কর্তব্য পালন করে।
কন্যা রাশি
এই রাশির জাতক ও জাতিরা মনোযোগী হয়। এরা জীবনের ব্যবহারিক পদ্ধতির জন্য পরিচিত। এরা বুধ দ্বারা পরিচালিত হয়। এরা য়ে কোনও কাজই অত্যন্ত দক্ষতার সঙ্গে করে। যে কোনও কাজ পরিচালনায় এরা পারদর্শী হয়। এরা দায়িত্বপালনকে গর্ব বলেও মনে করে। কন্যারাশির পুরুষরা নির্ভরযোগ্যতার প্রতীক। আর মহিলারা সুগৃহিনীর দায়িত্ব আনন্দের সঙ্গে পালন করে।
বৃষ রাশি
এই রাশির জাতক ও জাতিকাদের গভীর মূল্যবোধ থাকে। এরা শুক্রদ্বারা শাসিত। তাই সবকাজেই এরা সৌন্দর্য্যের ছোঁয়া দেখতে ভালবাসে। এরা দৃঢ়় প্রতিজ্ঞ হয়। যা এদের দায়িত্বশীল করে তোলে। বৃষরাশির পুরুষরা নির্ভরশীল হয় বন্ধু হিসেবে। সর্বদা সাহায্য়ের হাত বাড়িয়ে দেয়। আর মহিলারা কথা রাখতে ওস্তাদ। পুরুষ বা মহিলা সকলেই যে কোনও কাজ দায়িত্বের সঙ্গে পালন করে আনন্দ পায়। এরা কথার অবাধ্য হয় না।