সংক্ষিপ্ত

চার রাশি যারা পরিবারের সঙ্গে থাকতেও পছন্দ করে। পরিবারকে সবথেকে বেশি অগ্রাধিকার দেয়।

 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলে দেওয়া যায় কোন কোন রাশির জাতক ও জাতিকারা পরিবারের প্রতি অনুগত থাকে, পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসে। পরিবারের সঙ্গে একাত্মবোধ করে। আর এতও স্পষ্ট করে দেওয়া যায় কোন কোন রাশিগুলি পরিবারের সঙ্গে দূরে থাকতে পছন্দ করে বা পরিবারের সঙ্গে থাকতে অস্বস্তি বোধ করে। আসুন আজ দেখেনি চার রাশি যারা পরিবারের সঙ্গে থাকতেও পছন্দ করে। পরিবারকে সবথেকে বেশি অগ্রাধিকার দেয়।

১. কর্কট রাশি

এই রাশির জাতক ও জাতিকারা পরিবারের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এদের মানসিক সংযোগ প্রবল। পরিবারের প্রতি এদের আনুগত্য অঢেল। পরিবার এদের কাছে অগ্রাধিকার পায়। এরা সর্বদা প্রিয়জনকে ঘিরে থাকতে ভালবাসে।

২. বৃষ রাশি

এরা পরিবার নির্ভর হয়। পারিবারিক সমাবেশ ও ঐতিহ্য এদের কাছে পবিত্র। এদের ব্যবহারিক পদ্ধতি একটি সুন্দর গৃহস্থ জীবন তৈরি করতে পারে। এরা নিশ্চিন্ত জীবনে বিশ্বাসী।

তুলা রাশি

এই রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত কূটনৈতিক প্রকৃতির হয়। কিন্তু ন্যায় আর সম্প্রীতি এদের সহজাত বোধ। এরা পারিবারিক গতিশীলতায় নির্বিঘ্নে এগিয়ে চলতে চায়। এরা পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার কাজ করতে পারে। প্রেম ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে পারে এরা।

মীন রাশি

এই রাশির জাতক ও জাতিকারা প্রবল দয়াপ্রবল হয়। এরা সহানুভূতিশীল হয়। এরা পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পুরণ করতে পারে। এরা এমন একটি পরিবেশ তৈরি করতে পারে যেখানে প্রতিটি ব্যক্তি নিজের কথা বলতে ও অপরকে বুঝতে পারে। পরিবারের সঙ্গে এরা সময় কাটাতে চায়।