সংক্ষিপ্ত

এরা খুব কম কথা বলে। অধিকাংশ সময়ই এরা শান্ত হয়ে থাকে। কিন্তু রেগে গেলে এদের শান্ত করাও খুব কঠিন হয়ে যায়। এই রাশিগুলি হল

 

কিছু কিছু মানুষ রয়েছে যার খুব চুপচাপ ও শান্ত প্রকৃতির। কিন্তু তারা প্রখর বুদ্ধির অধিকারী হয়। রাশিচক্রের চিহ্ন অনুযায়ী নীরব কিন্তু গভীর জ্ঞানের অধিকারী এমন চার রাশির মানুষের ওপরই আলোকপাত করা হয়েছে। এদের এই বিশেষত্বই এদের অন্যদের থেকে আলাদা করে দেয়। তবে এরা খুব কম কথা বলে। অধিকাংশ সময়ই এরা শান্ত হয়ে থাকে। কিন্তু রেগে গেলে এদের শান্ত করাও খুব কঠিন হয়ে যায়। এই রাশিগুলি হল-

১। কন্য রাশি

এই রাশির জাতক ও জাতিকারা খুবই নীবর হয়। এরা প্রখর বুদ্ধির অধিকারী হয়। এরা বিনয়ী প্রকৃতির জন্য সকলেরই প্রিয় পাত্র হয়। বিশ্লেষণাত্বক ও বিশদ জ্ঞান লাভ করতে চায়। এরা সর্বদাই সতর্ক হয়। এরা প্রবল বুদ্ধি দিয়ে জটিল সমস্যার সমাধান করে। এদের ব্যবহারিক সমাধান দেওয়ার প্রবল ক্ষমতা রয়েছে।

২। বৃশ্চিক রাশি

এই রাশির জাতক ও জাতিকারা রহস্যময়। এরা নিজেদের আড়ালে লুকিয়ে রাখতে পারে। এরা সহজে নিজের মনের ভাব বা কথা প্রকাশ করে না। চুপচাপ থাকতেই পছন্দ করে। এরা গভীর অনুভূতির অধিকারী হয়। এরা কৌশলগত চিন্তাবিদ। কোনও বিষয়ে কী সিদ্ধান্ত নিলে কী ফল হবে তাও প্রকাশ করতে পারে। এরা খুব সাবধানে পা ফেলে- পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করতে পারে। নীরব বুদ্ধিমত্তার ফলে এরা কাজে সাফল্য পায়।

৩। মকর রাশি

এই রাশির জাতক ও জাতিরারা প্রবল শান্ত হয়। এদের তীব্র উচ্চা আকাঙ্খা থাকে। দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এরা কাজ করতে পছন্দ করে। মকর রাশিরা একটি নীরব সংকল্প প্রদর্শন করে যা তাদের সাফল্যের দিকে চালিত করে, সব কিছুর মধ্যেই সংযম এবং স্থিতিস্থাপকতা বজায় থাকে। তাদের বুদ্ধিমত্তা কৌশলগত এবং পদ্ধতিগত পদ্ধতির মাধ্যমে সাম্রাজ্য গড়ে তোলার ক্ষমতার মধ্যে স্পষ্ট।

৪। মীন রাশি

এই রাশির জাতক ও জাতিকারা স্বপ্নদর্শী হয়। স্বপ্নময় এবং কল্পনাপ্রবণ হলেও এরা আদতে কম কথা বলে। এরা প্রখর বুদ্ধির অধিকারী। যদিও এদের মনের আঁচ সহজে পাওয়া যায় না। এরা প্রবল জ্ঞানের অধিকারী হয়। এটি এদের আবেগ ও অন্তর্দিষ্টির সঙ্গে গভীর সংযোগ তৈরি করে। নীরব বুদ্ধিমত্তা এদের ভবিষ্যৎ শক্তপোক্ত করে। কল্পনাপ্রসূত অন্তর্দৃষ্টি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে।