- Home
- Astrology
- Horoscope
- আপনার সঙ্গিনী কি আপনার অজান্তে অন্য কোনও মানুষের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছেন? রাশিফলেই জানতে পারবেন সেই গুপ্ত রহস্য
আপনার সঙ্গিনী কি আপনার অজান্তে অন্য কোনও মানুষের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছেন? রাশিফলেই জানতে পারবেন সেই গুপ্ত রহস্য
কর্কট থেকে কুম্ভ, মীন থেকে মকর, একেকটি রাশির মানুষেরা বিশেষ ধরনের মানুষ বা আবেগের প্রতি খুব আকৃষ্ট হয়ে থাকেন। আপনার বা আপনার সঙ্গীর আকর্ষণের অজানা রহস্যটি কী? জেনে নিন বিস্তারিত ।
- FB
- TW
- Linkdin
একেক রাশির মানুষ একেক ধরনের মানুষকে খুবই পছন্দ করেন, নিজের খুব কাছের একজন না হলেও এই বিশেষ বৈশিষ্টগুলি থাকলে এঁরা দূরের মানুষেরও প্রেমে পড়ে যান।
কোন ধরনের মানুষ কোন ধরনের আবেগগুলিকে বেশি পছন্দ করেন? জেনে নিন।
প্রথমেই আসি মেষ রাশির কথায়। এই রাশির মানুষেরা একটু দুর্বল আচরণের মানুষদের পছন্দ করেন।
যাঁরা অল্পেই খুব উত্তেজিত হয়ে যান, বা হেসে গড়িয়ে পড়েন, অথবা একটুতেই কেঁদে ভাসান, তাঁদের প্রতি খুব আকৃষ্ট হন মেষ রাশির জাতকরা।
এরপর আসে বৃষ রাশির কথা। এই রাশির মানুষেরা বেশ দুঃসাহসিক চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, ফলে এঁদের পছন্দটাও হয় সেরকমই মানুষদের।
‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’, এই মর্মে বৃষ রাশির জাতক জাতিকারা বেশ বিপজ্জনক মানুষজনের প্রেমে পড়েন বা তাঁদের প্রতি আকর্ষণ অনুভব করেন।
মিথুন রাশির মানুষজন এমনিতে বেশ শান্তশিষ্টই হয়ে থাকেন, তবে এঁদের প্রিয়জন পছন্দ করার অভিমুখটি থাকে একেবারে উলটো দিকে।
মিথুন রাশির জাতক জাতিকারা উন্মত্ত ব্যক্তিদের বেশ ভালোই পছন্দ করেন। উশৃঙ্খল জীবনযাত্রার মানুষরা এঁদের খুব প্রিয়।
কর্কট রাশির মানুষরা বেশ সহানুভূতিশীল হয়ে থাকেন। ফলে, এঁদের দ্বারা কাছের মানুষজন খুব উপকৃত হন।
কর্কট রাশির জাতক বা জাতিকারা সাধারণত খুব আশাহীন মানুষের সমর্থনে পাশে এসে দাঁড়ান। ভেঙে পড়া মানুষকে ভালোবাসতে এঁদের জুড়ি নেই।
সিংহ রাশির মানুষজন বেশ দাম্ভিক এবং গুরুগম্ভীর প্রকৃতির হয়ে থাকেন। সাধারণত এঁরা বেশ সাহসী হন এবং প্রভাব বিস্তার করতে পছন্দ করেন।
ফলত, এই রাশির মানুষরা বেশ ভীতু, নমনীয়, কোমল প্রকৃতির মানুষদের সঙ্গী হিসেবে পেতে খুব পছন্দ করেন।
কন্যা রাশির মানুষরা গুনের কদর করতে জানেন, এঁরা নিজেরাই বেশ জ্ঞানী হন, ফলে এই ধরনের মানুষরাও এঁদের খুব প্রিয়।
কন্যা রাশির জাতক জাতিকারা নতুন সৃষ্টির বিষয়ে বেশ আগ্রহী, ফলে শিল্পী মানুষজনের প্রতি এঁরা খুবই আকৃষ্ট হন।
তুলা রাশির মানুষরা আশেপাশের মানুষকে খুশি রাখতে পছন্দ করেন, তবে অনেক সময় সবাইকে খুশি করতে গিয়ে এঁরা জীবনে অনেক ভুলও করে ফেলেন।
সাধারণত যাঁরা নিজেদের জীবনে অন্যান্য সঙ্গীসাথীদের দ্বারা উপহাসের শিকার হন, বা যাঁরা সত্যি সত্যিই খুব বোকা, উপস্থিত বুদ্ধি একেবারেই কম, তাঁদের প্রতি তুলা রাশির জাতক জাতিকারা বেশ আকৃষ্ট হন।
এরপর আসে বৃশ্চিক রাশির কথা। এই রাশির মানুষরা বেশ একগুঁয়ে হন। যা চাইছেন, সেটার প্রতি স্থির লক্ষ্য রাখেন। তবে, আকর্ষণের ক্ষেত্রে এঁরা একটু ভিন্ন।
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রেই প্রকৃত সত্যটা শুনতে চান না, বা গ্রহণ করতে চান না। সাধারণত এঁরা বেশ রহস্যময় মানুষজনের প্রতি খুব আকৃষ্ট হন, যাঁদের কথাবার্তা সোজাসুজি না হয়ে একটু লুকোনো স্বভাবের হয়ে থাকে।
বিশ্বস্ত, বুদ্ধিমান, এবং সহানুভূতিশীল, তিনটে গুণই প্রকট থাকে ধনু রাশির জাতকদের মধ্যে। এঁরা আকৃষ্টও হন সেই ধরনের মানুষের প্রতিই।
যেহেতু স্বাধীনতা, জ্ঞান এবং সংবেদনশীলতা ধনু রাশির প্রধান গুন, তাই তাঁদের মূলত পছন্দ হয় বুদ্ধিজীবী ধরনের মানুষদের।