- Home
- Astrology
- Horoscope
- জুন মাসের শেষে লটারিতে মালামাল হতে পারে এই রাশিগুলি! রাশি অনুযায়ী জেনে নিন কাদের জেতার সম্ভাবনা বেশি?
জুন মাসের শেষে লটারিতে মালামাল হতে পারে এই রাশিগুলি! রাশি অনুযায়ী জেনে নিন কাদের জেতার সম্ভাবনা বেশি?
জুনের শেষ সপ্তাহে রাশি অনুযায়ী কাদের লটারিতে ভাগ্য উজ্জ্বল তা জেনে নেওয়া যাক। কোন রাশির জন্য সপ্তাহের কোন দিনটি লটারি কাটার জন্য শুভ।

মেষ– ভাগ্য পরীক্ষা করতে চাইলে এক বার লটারি কাটতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ মাঝামাঝি দেখা যাচ্ছে। মেষ রাশির জন্য এই সময়কালটা খুব ভাল বা খুব খারাপ, কোনওটাই নয়।
বৃষ– এই সময়কালে ভুলেও বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না। যদি মন চায় কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। জুনের শেষ সপ্তাহে বৃষ রাশির ব্যক্তিদের খুব একটা প্রাপ্তিযোগ নেই।
মিথুন– সপ্তাহের শেষে বেশি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেই সময় লটারি কেটে দেখতে পারেন। মিথুন রাশির জন্য এই সপ্তাহটা খুবই ভাল দেখা যাচ্ছে।
কর্কট– লটারির টিকিট কাটা থেকে বিরত থাকাই ভাল। লটারির ক্ষেত্রে কর্কট রাশির জন্য গোটা সপ্তাহ জুড়েই বিশেষ কোনও যোগ নেই।
সিংহ– সপ্তাহের মাঝামাঝি এবং শেষের দিকটা লটারি কাটলে বেশ ভাল ফল পেতে পারেন। তবে প্রথমদিকটা সিংহ রাশির মানুষদের এড়িয়ে চলাই ভালো হবে।
কন্যা– মন চাইলে এক বার লটারির টিকিট কাটতে পারেন। কন্যা রাশির জন্য সপ্তাহটা মোটামুটি ভালই দেখা যাচ্ছে।
তুলা– বেশ ভাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সপ্তাহ জুড়ে যখন খুশি তুলা রাশির মানুষেরা লটারি কাটতে পারেন।
বৃশ্চিক– এই সময় অর্থলাভের কোনও আশা নেই। বৃশ্চিক রাশির মানুষেরা ভুল করেও এই সপ্তাহে লটারির টিকিট কাটতে যাবেন না, টাকা নষ্ট হবে।
ধনু– সপ্তাহের মধ্যভাগে লটারি কেটে দেখতে পারেন। বাকি সময়টা লটারি না কাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই সপ্তাহে ধনু রাশির মানুষদের লটারির দিকে বেশ ঝোঁক থাকলেও কাটা ঠিক হবে না।
মকর– মন চাইলে লটারি কাটতেই পারেন। তবে জুনের শেষ সপ্তাহের শুরুটা মকর রাশির জন্য অর্থের দিক দিয়ে একটু খারাপ থাকবে।
কুম্ভ– অল্প অঙ্কের লটারির টিকিট কাটাই শ্রেয়। কারণ কুম্ভ রাশির মানুষরা খুব বেশি অঙ্কে না গিয়ে, সপ্তাহের যে কোনও সময়ে কেটে দেখতে পারেন।
মীন– যখন খুশি মন চাইলেই লটারির টিকিট কাটতে পারেন। কারণ সপ্তাহ জুড়ে মীন রাশির বেশ ভালই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
দ্রষ্টব্য: এই প্রতিবেদন কেবলমাত্র তথ্য সম্প্রচারের জন্য দেওয়া। এশিয়ানেট নিউজ বাংলা কখনোই এই লটারি জাতীয় কোনও বিষয়ে বিনিয়োগের পরামর্শ দেয় না। দয়া করে কোনও ক্ষেত্রে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।