- Home
- Astrology
- Horoscope
- ৫০০ বছর পর শনি-বৃহস্পতির শুভ যোগ, হবে টাকার বৃষ্টি, জেনে নিন কার কার ভাগ্য চমকাবে
৫০০ বছর পর শনি-বৃহস্পতির শুভ যোগ, হবে টাকার বৃষ্টি, জেনে নিন কার কার ভাগ্য চমকাবে
| Published : Oct 21 2024, 11:02 AM IST / Updated: Oct 21 2024, 11:03 AM IST
- FB
- TW
- Linkdin
প্রতি মুহূর্তে গ্রহ-নক্ষত্র তাদের নিজেদের স্থান পরিবর্তন করে চলেছে। এর কারণে বিভিন্ন যোগ তৈরি হচ্ছে। এর প্রভাবে কারও জীবনে শুভ সময় শুরু হচ্ছে তো কারও জটিল সময় দেখা যাচ্ছে।
শাস্ত্র মতে, শনি ও বৃহস্পতি বিপরীতমুখী নির্দিষ্ট রাশিচক্রের জন্য খুব উপকারী হবে।
শাস্ত্র মতে, ৫০০ বছর হবে শনি-বৃহস্পতি যোগ। এই কারণে শুভ সময় শুরু হবে। ১২ রাশির ওপর প্রভাব পড়বে। এর কারণে উপকৃত হবে তিন রাশি।
মেষ রাশির জন্য শুভ সময় শুরু হচ্ছে। আকস্মিক ভাবে অর্থ পেতে চাপের। আয়ের নতুন উৎস পাবেন। এই সময় প্রতিযোগিতায় সাফল্য আসবে। ব্যক্তিত্বের উন্নতি হবে।
ভালো সময় শুরু হচ্ছে বৃষ রাশির জন্য। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনে সম্মান বৃদ্ধি পাবে। তেমনই কর্মক্ষেত্রে আধিপত্য লাভ করতে পারবেন। বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। তেমনই আয়ের নতুন পথ খুঁজে পাবেন।
ভাগ্য খুলতে চলেছে কুম্ভ রাশির। এই সময় বিনিয়োগ থেকে লাভ হবে। ব্যবসায় কাঙ্খিত অগ্রগতি দেখতে পাবেন। এই সময় নতুন কাজ শুরু করতে পারেন। কাজের সকল বাধা দূর হবে। তেমনই প্রেমের সম্পর্ক হবে উন্নত।
৩১ অক্টোবর দীপাবলি উদযাপিত হবে। শাস্ত্র মত, সেই সময় নতুন যোগ তৈরি হবে। ৫০০ বছর পর শনি ও বৃহস্পতির যোগ তৈরি হচ্ছে।
এই সময় শনি তার মূল ত্রিন রাশি কুম্ভ রাশিতে পিছিয়ে যাবে। এর ফলে ঘটবে উন্নতি। জীবনে আসবে পরিবর্তন।
অর্থ সংক্রান্ত নানান জটিলতা চলতেই থাকে। অনেক সময় পরিশ্রম অনুসারে আয় হয় না। তেমনই অনেক সময় আয়ের পথে বাধা তৈরি হয়।
এবার আয় বৃদ্ধি হবে তিন রাশির। ৫০০ বছর পর তৈরি হচ্ছে নতুন যোগ। যাতে ভাগ্য চমকাবে তিন রাশির জাতক জাতিকার।