- Home
- Astrology
- Horoscope
- আপনার ওপর কী রয়েছে শ্রীকৃষ্ণের কৃপা? জন্মাষ্টমীর দিন ছবিতে দেখুন কৃষ্ণ-দৃষ্টি পাওয়া রাশিগুলি
আপনার ওপর কী রয়েছে শ্রীকৃষ্ণের কৃপা? জন্মাষ্টমীর দিন ছবিতে দেখুন কৃষ্ণ-দৃষ্টি পাওয়া রাশিগুলি
শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে। গোটা দেশজুড়েই মহাধূমধামের সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমীর উৎসব। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ জগতের ত্রাতা।

শ্রীকৃষ্ণের কৃপা পান কোন রাশিগুলি?
শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে। গোটা দেশজুড়েই মহাধূমধামের সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমীর উৎসব। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ জগতের ত্রাতা। সৃষ্টির স্থিতি বজায় রাখাই তাঁর দায়িত্ব। ভারতীয় শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের কৃপা পেয়ে থাকে কয়েকটি রাশি। জন্মাষ্টমীর শুভ তিথিতে দেখুন সেই রাশিগুলিকে।
বৃষ
বৃষ রাশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাশি। এই রাশির জাতক ও জাতিকারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়ে থাকেন। এই রাশি কৃষ্ণ-কৃপায় উন্নতির শিখরে উঠতে পারে। এরা এদের পরিশ্রমের সঠিক মূল্য পেয়ে থাকেন। এরা কঠিন পরিস্থিতিতে হারা না মেনে লড়ে গিয়ে সাফল্য পায়। যা অনেককেই চমকে দেয়।
কর্কট রাশি
এই রাশির জাতক ও জাতিকারা নিয়মিত শ্রীকৃষ্ণের কৃপা পেতে পুজো করেন। জীবনে কোনও জিনিসের কমতি হয় না এদের। এরা জীবনে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সাফল্য পেয়ে সকলকে চমকে দিতে পারে। জীবনে সর্বদাই কানায় কানায় পরিপূর্ণ থাকে।
সিংহ রাশি
এই রাশির জাতক ও জাতিকারা খুব সাহসী হয়। এরা নিয়মিত কৃষ্ণের উপাসনা করে। অনেক সময়ে কৃষ্ণ-কৃপায় এদের অসম্পূর্ণ কাজ হঠাৎ করেই সম্পন্ন হয়। জীবনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষ্ণ অন্তরালে থেকে এদের সাহায্য করে।
তুলা রাশি
এই রাশির জাতক জাতিকাদের ওপর সর্বদাই কৃষ্ণের কৃপাদৃষ্টি থাকে। শ্রীকৃষ্ণের কৃপায় এরা জীবনে প্রবল সাফল্য পায়। এই রাশির জাতকরা জীবনে একাধিক সময়েই শুভ ফল পেয়ে থাকেন।