সংক্ষিপ্ত
তিথি অনুসারে, এবছর কালাষ্টমী পালিত হবে ১৪ মার্চ। তিথি অনুসারে, অষ্টমী তিথি পড়ছে ১৪ মার্চ ৮.২২ মিনিট থেকে ১৫ মার্চ ৬.৪৬ মিনিট পর্যন্ত।
হিন্দু শাস্ত্রে কালাষ্টমী উৎসবের মহিমা রয়েছে বিস্তর। বাবা কাল ভৈরবের পুজো করা হয় এই দিন। প্রতি বছর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কালাষ্টমী। এই দিন ভৈরবের পুজো করা হয়। বছরে মোট ১২টি কালাষ্টমী পালিত হয়। তবে, মার্গশীর্ষ মাসে কালাষ্টমী পড়লে তার বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয়। তিথি অনুসারে, এবছর কালাষ্টমী পালিত হবে ১৪ মার্চ। তিথি অনুসারে, অষ্টমী তিথি পড়ছে ১৪ মার্চ ৮.২২ মিনিট থেকে ১৫ মার্চ ৬.৪৬ মিনিট পর্যন্ত।
এই দিন কাল ভৈরবের পুজো করার সময় পালন করুন বিশেষ টোটকা। এতে মিলবে উপকার। শাস্ত্র মতে, কাল ভৈরবের বাহন হল কুকুর। এই শুভ তিথিতে কুকুরকে খাওয়ান। সঠিক তিথিতে কুকুরকে খাওয়ালে সৌভাগ্য লাভ করবেন। জীবনের সকল বাধা কেটে যাবে।
তেমনই এই দিন শামি গাছের নীচে সরষের প্রদীপ জ্বালান। এতে দাম্পত্য অশান্তি দূর হবে। দাম্পত্য জীবনে একের পর এক অশান্তি লেগে থাকে। দাম্পত্য জীবনে সমস্যা লেগেই থাকে। সেই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অধিকাংশই স্থির করতে পারেন না। এবার এই টোটকা পালন করুন। এবার শামি গাছের নীচে সরষের প্রদীপ জ্বালান। এতে মিলবে উপকার।
কাল ভৈরবের পুজোর দিন মন্দিরে মধু দান করুন। ভাই বোনের দ্বন্দ্ব দূর করতে এই টোটকা বেশ উপকারী। কাল ভৈরবের পুজোর দিন কাল ভৈরবের মন্দিরে মধু দান করুন। এতে মিলবে উপকার। পরিবারে কোনও রকম দ্বন্দ্ব থাকলে তার থেকে পেতে পারেন মুক্তি। এমনই উল্লেখ আছে শাস্ত্রে।
কাল ভৈরবের পুজো দিন ১৬ ভাবে পুজো করা হয়। এই দিন শিব ও পার্বতীর পুজো করা হয়। সমস্ত দেব-দেবতাকে এই দিন ঘি-এর প্রদীপ দিন। এই দিন শিব ও পার্বতীর পুজো করে ভৈরব বাবার কাহিনি পাঠ করুন। তেমনই উপবাস করে পুজো করবেন। তা না হলে কাল ভৈরব ক্রুদ্ধ হতে পারে। তাই সারাদিন ব্রক্ষচর্য মতে উপবাস করুন। এই দিন অ্যালকোহল, তামাক ও আমিষ জাতীয় খাবার খাবেন না। সঙ্গে কোনও রকম নেশাজাত পদার্থ সেবন করবেন না। এই দিন নিষ্ঠা সহকাজে পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হবে। মেনে চলুন এই সকল টোটকা। সঠিক তিথিতে কাল ভৈরবের উপাসনা করুন।
আরও পড়ুন
১৬ মার্চ রাশি পরিবর্তন করছে বুধ, এই ৪ রাশি পাবেন ধন কুবের দেবে-এর আশির্বাদ
সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা, সপ্তাহের শুরুর দিনটি হতে চলেছে কঠিন
দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিনটি কেমন কাটবে, দিনটি এই দুই রাশির জন্য গুরুত্বপূর্ণ