- Home
- Astrology
- Horoscope
- নিয়মিত করুন এই কাজ, ধাতু বা পাথর ধারণ না করেই শুক্র থাকবে তুঙ্গে, রইল জ্যোতিষ টোটকা
নিয়মিত করুন এই কাজ, ধাতু বা পাথর ধারণ না করেই শুক্র থাকবে তুঙ্গে, রইল জ্যোতিষ টোটকা
জন্মছকে শুক্রের অবস্থান খারাপ হলে জীবনে নানা অশান্তি দেখা দেয়। ধাতু বা পাথর ছাড়াই শুক্রের শুভতা বৃদ্ধির কিছু সহজ উপায় জেনে নিন।
- FB
- TW
- Linkdin
)
জন্মছকে শুক্রের অবস্থান খারাপ থাকলে জীবনে নানা দিক থেকে অশান্তি ভোগ করতে হয়। ধাতু বা পাথর ধারণ না করেই শুক্র থাকবে তুঙ্গে। জেনে নিন কীভাবে।
শুক্রের অবস্থান সঠিক রাখতে চাইলে রোজ সকাল বেলায় একটু ঘি এবং দই দিয়ে ভাত খেলে পারেন। এতে শুক্র সন্তুষ্ট হবে।
চুল, দাঁড়ি এবং নখ কাটার সময় সতর্ক হন। রাতে বা সূর্যাস্তের পর কখনোই এই কাজ করবেন না।
শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে চুল, দাঁড়ি এবং নখ সব সময় কেটে রাখুন।
শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে বাড়ির মহিলারা সব সময় পরিষ্কার জামাকাপড় পরবেন। এতে সন্তুষ্ট হল শুক্রদেব।
শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে পুরুষ ও মহিলারা সব সময় গায়ে সুগন্ধি মেখে রাখুন। এতে শুভ ফল পাবেন।
পুরুষরা নিজেদের জন্ম ছকে শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে মহিলাদের উপহার দিন কিছু না কিছু। এতে শুক্রদেব তুষ্ট হন।
শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে কখনও ছেঁড়া বা নোংরা পোশাক পরবেন না।
তেমনই শুক্রের অবস্থার শুভ রাখতে চাইলে রোজ স্নান করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুক্র দেব তুষ্ট হন।
প্রতি শুক্রবা নিজের সাধ্যমতো সাদা কোনও দ্রব্য মন্দিরে অর্পণ করুন। এই পদ্ধতি মেনে চললে ধাতু বা পাথর ধারণ না করেই শুক্র থাকবে তুঙ্গে।