- Home
- Astrology
- Horoscope
- ছটপুজোর দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ, আর্থিক ক্ষতি হতে পারে, জেনে নিন কী কী
ছটপুজোর দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ, আর্থিক ক্ষতি হতে পারে, জেনে নিন কী কী
- FB
- TW
- Linkdin
দীপাবলির উৎসব শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ছট উৎসবের প্রস্তুতি। ৫ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে উৎসব।
ছট পুজো অত্যন্ত সংযমের উৎসব। এই সময় উপবাস করে সূর্য দেবতার পুজো করে থাকেন।
এই দিন নুন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই উপবাস সম্পূর্ণ নিয়ম মেনে পালন করতে হয়।
আমের জ্বালানি কাঠ দিয়ে রান্না করতে হবে এই দিন। পঞ্চগব্য ছিটিয়ে দিলেই উনুন বসিয়ে তার ওপর রান্না করা হয়।
এই উৎসবে পুরনো কাপড় ব্যবহার করা উচিত নয়। পুজোর দিন পুরনো কাপড় পরবেন না। একান্ত না হলে পরিষ্কার কাপড় পরুন।
পুজোর দিন কোনও পুরনো পাত্র ব্যবহার করবেন না। এতে সূর্য দেবতে ক্রদ্ধ হন।
পুজোর দিন অবশ্যই এই তিন কাজ করুন। তা না হলে দেবতার ক্রোধের শিকার হবেন।
দেবতা ক্রুদ্ধ হলে শারীরিক জটিলতা দেখা যায়। মাইগ্রেন, সাইনাস, মাথাব্যথার সমস্যা বাড়ে।
বৃহস্পতিবার পালিত হবে ছটপুজো। এই উৎসব সাধারণত বিহারে পালিত হয়। তবে, বর্তমানে সারা দেশে পালিত হয় উৎসব। পুজোর দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়।
নির্জলা উপবাস করে এই দিন ব্রত পালন করুন। আর অবশ্যই এই কয় ভুল করবেন না। এতে হতে পারে আর্থিক ক্ষতি।