মহাশিবরাত্রিতে কি বৃষ্টি নামবে শহরে? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
আজ বুধবার শিবরাত্রি উপলক্ষে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা শুষ্ক থাকবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
- FB
- TW
- Linkdin
)
আজ বুধবার সর্বত্র পালিত হবে শিবরাত্রি। সর্বত্র চলছে ভগবান শিবের আরাধনার প্রস্তুতি।
আজ আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে প্রশ্ন সকলের মনে। সারাদিন কি হবে বৃষ্টি নাকি থাকবে শুষ্ক আবহাওয়া তা জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বুধবার দক্ষিণবঙ্গের সকল জেলা থাকবে শুষ্ক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থাকবে শুষ্ক।
শুষ্ক থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
শুধু আজ নয়, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সকল জেলা থাকবে শুষ্ক।
আজ উত্তরবঙ্গের সকল জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা-ও থাকবে শুষ্ক।
বৃহস্পতি, শুক্র এবং শনিবার হালকা বৃষ্টি হবে। দার্জিলিং-র একটি বা দুটি অংশে হতে পারে তুষার পাত।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস।
আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী তিন দিন মোটামুটি একই স্তরে থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। এমনই জানিয়েছে হাওয়া অফিস।