বৈদিক শাস্ত্র মতে, মেষ থেকে মীন রয়েছে ১২ টি রাশির উল্লেখ আছে। এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে, আমাদের সকলের সঙ্গে সকলের মানসিকতা, ভাবনা-চিন্তা, ধ্যান ধারণায় রয়েছে বিস্তর তফাত। তেমনই পার্থক্য রয়েছে সকলের পছন্দের। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা ধর্মীয় কাজে আগ্রহ পান। এদের আধ্যাত্মিক বিষয় এদের জ্ঞান থাকে বিস্তর।