সংক্ষিপ্ত

জেনে নিন বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, আজ কোন শুভ সময়ে সমস্ত মাঙ্গলিক কাজ সম্পন্ন করা যাবে এবং কোন সময় থেকে শুরু হচ্ছে রাহু কাল।

১০ মার্চ, রবিবার ফাল্গুন অমাবস্যা। আজ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। জেনে নিন বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, আজ কোন শুভ সময়ে সমস্ত মাঙ্গলিক কাজ সম্পন্ন করা যাবে এবং কোন সময় থেকে শুরু হচ্ছে রাহু কাল। 

-

ফাল্গুন অমাবস্যায় সাধ্য যোগ চলবে ১০ মার্চ বিকেল ৪ টে বেজে ১৩ মিনিট পর্যন্ত থাকবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র বিরাজমান থাকবে ১০ মার্চ, রাত ১টা বেজে ৫৫ মিনিট পর্যন্ত । 

শুভ কাজের জন্য মুহুর্ত

১. অভিজিৎ মুহুর্ত: সকাল ১১টা ৪৬ মিনিট থেকে দুপুর ১২টা ৩২মিনিট পর্যন্ত। 
২. অমৃত কাল মুহুর্ত: সন্ধে ৬টা ৫৫মিনিট থেকে ৮টা ১৯ মিনিট পর্যন্ত। 
৩. গোধূলির সময়: সন্ধ্যা ৬টা ২মিনিট থেকে ৬টা ২৭ মিনিট পর্যন্ত। 
৪. নিশিথ কাল মুহুর্ত: ১১ মার্চ দুপুর ১১টা ৪৪মিনিট থেকে ১২টা ৩২ মিনিট পর্যন্ত। 
৫. ব্রহ্ম মুহুর্ত: ভোর ৪টে ৩৫ মিনিট থেকে ৫টা ২৩ মিনিট পর্যন্ত।
 

রাহুকাল

রাহুকাল হল দিনের সেই সময় যখন কোনও শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময় কোনও কাজ শুরু করলে বাধা আসতে পারে, ব্যর্থও হতে পারেন আপনি। ১০ মার্চ রাহুর সময়কাল ভোর ৪টে ৫৭ মিনিট থেকে ৬টা ২৬ মিনিট পর্যন্ত হবে।