সংক্ষিপ্ত

তিথি অনুসারে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে রটন্তী কালীপুজো। ২০ জানুয়ারি শুক্রবার শেষ রাত ৫/২৬/৩০ থেকে ২১ জানুয়ারি শনিবার রাত ৩/৭/৬ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।

কথায় আছে বাঙালির ১২ মানে ১৩ পার্বন। হিন্দু শাস্ত্রে, উল্লেখ আছে একাধিক দেবদেবীর। আর এই সকল দেব-দেবীর পুজোর জন্য আলাদা দিন ও তিথির উল্লেখ আছে। সেই অনুসারে, মাঘ মাসে পালিত হয় রটন্তী কালীপুজো। এই তিথিতে ভিন্ন রূপে পুজিত হন মা কালী। মাঘ মাসে চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো। বিভিন্ন মন্দির ও পীঠস্থানে মা কালী এই নতুন রূপে পুজিত হন। তিথি অনুসারে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে রটন্তী কালীপুজো। ২০ জানুয়ারি শুক্রবার শেষ রাত ৫/২৬/৩০ থেকে ২১ জানুয়ারি শনিবার রাত ৩/৭/৬ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।

রটনা শব্দকে কেন্দ্র করে রটন্তী নামের প্রচার। প্রচলিত ধারণা অনুসারে, মুক্তকেশী মায়ের মহিলা চারিদিকে রটে যায়। এই তিথিতেই সর্বত্র মায়ের মহিমার কথা রটেছিল বলে রটন্তী কালী নামে পুজিত হন মা কালী।

শাস্ত্র মতে, শ্রীকৃষ্ণের প্রেমলীলায় মত্ত ছিল রাছা। সেই সময় গোপীনিরা কৃষ্ণের বাঁশি শুনে ছুঁটে আসেন। তারা দেখেন ইষ্টমূর্তি। এই কথা চারিদিকে প্রচার পেতে শুরু করে। তারপর থেকে মা কালী এই নতুন রূপে পুজিত হন। দক্ষিণেশ্বরে রটন্তী কালীপুজো হয়ে থাকে। দক্ষিণেশ্বরের মন্দিরে তিনটি কালীপুজো খুবই খ্যাত। সেখানে ফলহারিনী কালীপুজো, দীপান্বিতা কালীপুজো ও রটন্তী কালীপুজো অনুষ্ঠিত হয়।

মাঘ চতুর্দশীতে রটন্তী কালীপুজো হয়ে থাকে। এই রটন্তী কালীপুজো ঘিরে রয়েছে নানান কাহিনি। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি ছিল অন্ধকারাচ্ছন্ন। সেই সময় কৃষ্ণের বাঁশি শুনতে পান রাধা। তিনি বিচলিত হয়ে ওঠেন। বাঁশির শব্দ শুনে ছুঁটে যান কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তাঁকে হাতেনাতে ধরার জন্য তার পিছনে যান ননদ জটিলা কুটিলা। তাঁরা কৃষ্ণের সঙ্গে রাধার মিল দেখে তা আয়ান ঘোষকে জানান। তিনি সেই কথা বিশ্বাস করেননি। তিনি কুঞ্জবনে ছুঁটে যান। সে সময় শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেন। তিনি এসে দেখেন মা কালীর সেবায় মত্ত রাধা। সেখানেই তার প্রথম কালী দর্শন। আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক। তিনি এই কথা তিনি সর্বত্র ছড়িয়ে দেন। সেই থেকে এই মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়ে আসছে রটন্তী কালীপুজো। এই তিথি অনুসারে আগামীকাল পালিত হবে রটন্তী কালীপুজো। সেই পুজোর প্রস্তুতি চলছে পুজোদম। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা।

 

আরও পড়ুন-

নতুন প্রেম আসতে পারেন এই তিন রাশির জাতক-জাতিকা, দেখে নিন প্রেমের ক্ষেত্রে কার দিন কেমন কাটবে

ব্যবসায় সাফল্য আসবে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

শুক্রবারের এই রাশিগুলির আর্থিক উন্নতি নিশ্চিত, দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল