- Home
- Astrology
- Horoscope
- স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে এই দুই তারিখের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কার দিন কেমন কাটবে
স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে এই দুই তারিখের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কার দিন কেমন কাটবে
- FB
- TW
- Linkdin
সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ আশ্চর্য শক্তি অনুভব করবেন। আজ আটকে থাকা টাকা ফেরত পাবেন। আজ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আজ নতুন সুযোগ আসতে পারে।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আর্থিক অবস্থা হবে উন্নত। আজ ভ্রমণ এড়িয়ে চলুন। আজ কর্মক্ষেত্রে কম সময় ব্যয় হবে। আজ শিশুদের কাজে নজর রাখুন। আজ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, ঘরে অতিথি আসতে পারে। আজ অশুভ সংবাদ পেতে পারেন। আজ কোনও কারণে মন বিরক্ত থাকবে। আজ দিন আপনার ইচ্ছা মতো কাটবে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আত্মবিশ্বাস ও দৃঢ়তার মাধ্যমে সাফল্য আসবে। আজ ব্যবসায় নতুন চুক্তি সাক্ষার করতে পারেন। আজ বিনোদনে দিন কাটবে। আজ বাজেটের দিকে খেয়াল রাখুন।
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ কাছের কারও সাহায্য পেতে পারেন। আজ বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ হবে। আজ ব্যবসার কাজে সতর্ক হন।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। আজ সরকারি কাজে গতি আসবে। আজ দৈনন্দিন কাজে মন দিন। আজ ব্যক্তিগত কাজে সতর্ক হন।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, নিজের স্বভাবে ইতিবাচক পরিবর্তন আনুন। আজ ব্যবসা কাজে হবে উন্নতি। আজ স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আজ বাড়ির অতিরিক্ত শৃঙ্খলা বজায় রাখতে পারবেন।
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ আয় বাড়তে পারে। আজ রাগ রাখুন নিয়ন্ত্রণে। আজ ব্যবসার কাজে হবে উন্নতি। আজ নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। আজ উদ্যমী বোধ করবেন।
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, দিনটি লাভ জনক। আজ আনন্দের সঙ্গে দিন কাটবে। অতিথি সমাগম হবে। আজ ভাইবোনের সঙ্গে মতবিরোধ হতে পারে। আজ সব কাজে হবে উন্নতি।