- Home
- Astrology
- Horoscope
- Numerology predictions: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা
Numerology predictions: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা
প্রখ্যাত জ্যোতিষীর গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন।

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকার সৃজনশীল বহুমুখিতা প্রকাশ পাবে। আজ মানসিক ভাবে ও শারীরিক ভাবে পরীক্ষা করবে। এই সময় স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় দূর থেকে প্রত্যাশিত অর্থ বেশ সহজে আসবে।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকার দিন কাটবে সুখে। আজ সব কাজে আসবে সাফল্য। আজ তীব্র মাথা ব্যথা অনুভব করবেন। আজ বিশ্রাম নিন।
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৩-র জাতক জাতিকাদের সময়ের সঙ্গে সঙ্গে অর্থ ব্যয় হবে। আজ বিনিয়োগের জন্য দিন ভালো। আজ সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৪-র জাতক জাতিকাদের সরকারি কাজে বাড়বে জটিলতা। আজ দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনও জটিলতা থেকে পাবেন মুক্তি। আজ সব কাজে আসবে সাফল্য।
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৫-র জাতক জাতিকাদের দিন কাটবে আনন্দে। আজ ক্লান্তি দেখা দিতে পারে। আজ প্রেমের ক্ষেত্রে দিনটি উল্লেখযোগ্য। আজ অর্থপ্রাপ্তি হতে পারে।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৬-র জাতক জাতিকাদের পারিবারিক কলহ আজ আসবে নিয়ন্ত্রণে। আজ মেজাজ রাখুন নিয়ন্ত্রণে। আজ সব কাজে থাকুন সতর্ক।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৭-র জাতক জাতিকাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ হতে পারে। আজ পেটের সমস্যা হতে পারে। আজ হালকা খাবার খান। কোনও বসের সঙ্গে মত পার্থক্য হতে পারে।
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৮-র জাতক জাতিকাদের পারিবারিক জীবনে ভালো কাটবে। আজ শারীরিক ও মানসিক শক্তি থাকবে তুঙ্গে। আজ আপনার সঙ্গী সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৯-র জাতক জাতিকারা আজ ভাই-বোনদের সমর্থনে উৎসাহিত হবেন। আজ সঙ্গীর সঙ্গে চলতে থাকা বিবাদ মিটে যাবে। আজ দাম্পত্য জীবনে আসবে সুখ।

