দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা
প্রখ্যাত জ্যোতিষী চিরাগ দারুওয়ালার গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন।
- FB
- TW
- Linkdin
)
সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সামাজিক ও পারিবারিক পরিবেশে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। সময়ের গতি একটু ধীর গতিতে হবে। মেজাজ খারাপ হতে পারে।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, পুরনো সম্পর্ক উন্নত হবে। নতুন মানুষের সঙ্গে সাক্ষাত হতে পারে। আজ কোনও অশুভ সংবাদ পেতে পারেন। আজ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে পারেন।
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আধ্যাত্মিক কাজে আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পাবে। সংযম ও ধৈর্য ধরার সময়। আপনাকে ব্যবসা এবং রাজের জন্য ভ্রমণ করতে হতে পারে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, নতুন কোনও সিদ্ধান্ত নিতে পারেন। আজ কোনও লোকের সঙ্গে বিরোধ হতে পারে। কোনও কাজে সাফল্য নাও পেতে পারেন।
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, পারিবারিক বিরোধ কারও হস্তক্ষেপে সমাধান হবে। কঠোর পরিশ্রমে দিন কাটবে। আজ কোনও সুসংবাদ পেতে পারেন।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, ব্যক্তিগত সম্পর্ক মধুর হবে। আজ খারাপ অভ্যেস ত্যাগ করুন। আজ কোনও পুরনো বিষয় বিবাদ হতে পারে। আজ বন্ধুদের সঙ্গে বিনোদনে দিন কাটবে।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, পারিবারিক পরিবেশ ভালো হবে আজ। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আজ দৈনন্দিন রুটিন অনুসারে কাজ করুন। আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, কেরিয়ারে আসবে সাফল্য। আজ তর্ক থেকে দূরে থাকুন। আজ খারাপ ব্যক্তির প্ররোচনায় পা দেবেন না। আজ আত্মপ্রতিফলনে দিন কাটবে।
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সমাজসেবা মূলক কাজে আগ্রহ বাড়বে। আজ ব্যবসার কাজে হবে উন্নতি। আজ আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না। কাউকে টাকা ধার দেবেন না।