- Home
- Astrology
- Horoscope
- নভেম্বরের শুরু কাটবে কঠিন ভাবে, বিপদের মুখে পড়তে পারেন এই নয় রাশির জাতক জাতিকা
নভেম্বরের শুরু কাটবে কঠিন ভাবে, বিপদের মুখে পড়তে পারেন এই নয় রাশির জাতক জাতিকা
ভাগ্য সঙ্গ না দিলে কোনও কাজে সফল হওয়া কঠিন। এদিকে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে চলেছে গ্রহের অবস্থান। কোনও কোনও গ্রহের যোগে যেমন শুরু হচ্ছে ভালো সময় তো কারও ক্ষেত্রে দেখা দিচ্ছে কঠিন সময়। আজ রইল নয় রাশির কথা। এদের নভেম্বরের শুরু কাটবে কঠিন ভাবে।

নভেম্বর মাসে বক্র গতিতে অবস্থান বৃহস্পতির। এই নভেম্বরে শনি গতি পরিবর্তন করবে। মীন রাশিতে অবস্থান করবে রাহু। তাই এই মাসে বহু রাশিরই বিপদ রয়েছে। সতর্ক হন এর আগে।
মেষ রাশি
শাস্ত্র মতে, খারাপ সময় শুরু হচ্ছে মেষ রাশির। অর্থের দিক থেকে সমস্যায় পড়তে পারেন এই রাশির ছেলে মেয়েরা। এই রাশির ছেলে মেয়েদের সংসারে আসতে পারে অমঙ্গল।
বৃষ রাশি
কর্মক্ষেত্রে শুভ প্রাপ্তি হবে বৃষ রাশির। মাসের দ্বিতীয় ভাগে সময়ের পরিবর্তন হতে পারে। যে কোনও কাজের ফল সঠিক নাও পেতে পারেন।
মিথুন রাশি
রাহুর ছায়া অবস্থান করছে মিথুন রাশির ওপর। ব্যবসায় উন্নতি হবে মিথুন রাশির। এই সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন।
কর্কট রাশি
কর্মক্ষেত্রে শুভ প্রাপ্তি হতে পারে কর্কট রাশির। তবে, সংসারে কিছু সমস্যা দেখা দিতে পারে। চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। নভেম্বর মাসের শুরু দিকে থাকুন সতর্ক।
সিংহ রাশি
আর্থিক সমস্যায় পড়তে পারেন সিংহ রাশির ছেলে মেয়েরা। পুরনো সমস্যা ফিরে আসতে পারে। এই সময় যে কোনও কাজ করার আগে সতর্ক হন।
কন্যা রাশি
ব্যবসায় সময় কঠিন হতে পারে কন্যা রাশির জন্য। এই সময় নানান সমস্যা দেখা দিতে পারে। এই সময় সতর্কতার সঙ্গে পা ফেলুন।
তুলা রাশি
কর্মক্ষেত্রে উত্থান-পতন ও জটিলতার সৃষ্টি হতে পারে। তুলা রাশির ছেলে মেয়েরা থাকুন সতর্ক।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জন্য কঠিন সময়। এই সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থ কষ্টে ভুগতে পারেন বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা।
ধনু রাশি
ধনু রাশির জন্য দিন কঠিন। এই সময় ঘোর বিপদে পড়তে পারেন। সর্বক্ষেত্রে সাবধানে থাকুন। এই সময় আপনার কোনও সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে।