সংক্ষিপ্ত

রাশিফল বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই চার রাশির জাতক ও জাতিকা এতটাই নিপুনভাবে নিজেদের হিংসা লুকিয়ে রাখতে পারে যা কারও নজরে পড়ে না। এরা হিংসা লুকিয়ে রাখার জন্য সুন্দর সুন্দর পদ্ধতি অবলম্বন করে।

 

সব মানুষের মনেই কমবেশি হিংসা থাকে। হিংসা মোকাবিলা করা বা লুকিয়ে রাখা কঠিন কাজগুলির মধ্যে অন্যতম। তবে এই কাজে অত্যান্ত পটু চার রাশির জাতক ও জাতিকা। রাশিফল বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই চার রাশির জাতক ও জাতিকা এতটাই নিপুনভাবে নিজেদের হিংসা লুকিয়ে রাখতে পারে যা কারও নজরে পড়ে না। এরা হিংসা লুকিয়ে রাখার জন্য সুন্দর সুন্দর পদ্ধতি অবলম্বন করে।

তুলা রাশি

তুলা রাশির জাতক ও জাতিকা খুব বন্ধুত্বপূর্ণ মনোভাবের হয়। এরা প্রকৃত কূটনীতিক হয়। কিন্তু বন্ধু বা আত্ময়ী এমনকি ভাইবোনকেও এরা খুব ঈর্শা করে। কিন্তু নিজেদের ঈর্শা বা মনের ভাব এরা অত্যান্ত চাতুরির সঙ্গে লুকিয়ে রাখে। এরা মনের অভিপ্রায় লুকিয়ে রাখতে আত্যান্ত পারদর্শী হয়।

মিথুনরাশি

এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত কৌতুহলী হয়। হিংসা মোকাবিলায় পারদর্শী হয়। নিজের উদ্বেগ আর অনুভূতিগুলি খুব সহজেই লুকিয়ে রাখে। হিংসা লুকিয়ে রাখার চাবিকাঠি এদের সাফল্যের চাবিকাঠি।

ধনুরাশি

ধনুরাশির জাতক ও জাতিকা অত্যান্ত দুঃসাহসিক ও আশাবাদী হয়। কিন্তু ঈর্ষা মাঝেমধ্যেই এদের পরিচালিত করে। ঈর্শাকেই ধনুরা তাদের সম্পর্কের ফোকাস করে এগিয়ে নিয়ে যাওয়ার পথ উপায় খুঁজে বের করে। ব্যক্তিগত এবং সম্পর্কগত বৃদ্ধির সুযোগে পরিণত করে।

মীনরাশি

এই রাশির জাতক ও জাতিকারা যে কোনও সম্পর্কের ক্ষেত্রে অত্যান্ত গভীর হয়। এরা অত্যান্ত সহানুভূতি প্রবণ হয়। কিন্তু ঈর্ষা এদের মজ্জায় মজ্জায় থাকে। কিন্তু অত্যান্ত কাছের মানুষও এদের ঈর্ষা টের পায় না। এরা খুব সহজে নিজেদের মনের ভাব লুকিয়ে রাখতে পারে। নিজেকে সম্পর্ণ অন্যভাবে অন্যের সামনে উপস্থাপন করায় পারদর্শী।