২০২৭ পর্যন্ত থাকবে শনিদেব দেবের কৃপা, ৩ রাশির জীবনে আসছে বিরাট পরিবর্তন
বৈদিক শাস্ত্রে শনিদেবের রাশি পরিবর্তনের বিশেষ তাৎপর্য রয়েছে। ২০২৫ সালে শনি রুপোর পায়ে মীন রাশিতে প্রবেশ করে ৩টি রাশির জীবনে ২০২৭ সাল পর্যন্ত সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। জেনে নিন কোন রাশিগুলি শনির কৃপায় লাভবান হবে।

হিন্দু শাস্ত্র
বৈদিক শাস্ত্র রয়েছে একাধিক দেব দেবীর কথা। উল্লেখ আছে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের কথা।
শনি দেব
এই সকল দেব দেবীর তালিকায় আছেন শনিদেব। চারটি পা আছে তাঁর। সোনা, রুপো, তামা ও লোহার পা।
রাশি পরিবর্তন
শনিদেবের রাশি পরিবর্তন হয়ে থাকে তখন চন্দ্র, দ্বিতীয় শনি, পঞ্চম ও নবম ঘরে থাকেন। তখনই শনি রুপোর পায়ে থাকেন।
জাতক-জাতিকাদের জীবনে প্রভাব
শনি দেবের এই পা জাতক-জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি ও সুখ নিয়ে আসে। ২০২৫ -এ শনি রুপোর পা ধারণ করে মীন প্রবেশ করবেন।
শনিদেবের কৃপা
২০২৭ পর্যন্ত থাকবেন শনি দেব। শনি দেব এবার ৩টি রাশির ওপর সদয় হবেন। আর রইল সেই তালিকা।
কর্কট রাশির
জাতক জাতিকাদের জন্য শনিদেবের রুপোর পা বিরাজ করবে। প্রচুর ধন দৌলতের সঙ্গে টাকা পাহাড় থাকবে। হবে আর্থিক বৃষ্টি। যে কোনও কাজে সাফল্য আসবে।
বৃশ্চিক রাশির
জাতক জাতিকার জীবনে ভালো সময় শুরু হবে। পারিবারিক জীবন ভালো থাকবে। আয় বাড়বে। এই আর্থিক উন্নতি হবে। নতুন করে জীবন আসবে পরিবর্তন। বাড়ি, গাড়ি কিনতে পারেন। উপহারও পেতে পারেন।
কুম্ভ রাশির
জীবনে আসবে পরিবর্তন। এই সময় চাকরিতে হবে পদোন্নতি। এই সময় চাকরিতে ভালো খবর আসতে পারে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে পারে।
ভালো সময়
ভালো সময় শুরু হবে কুম্ভ রাশির জন্য। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। জীবনে আসবে সাফল্য। জীবনে বড় পরিবর্তন আসবে এই সময়। ২০২৭ সাল পর্যন্ত ভালো সময় কাটবে।
৩ রাশির ওপর প্রভাব
শাস্ত্র মতে, শনি সদয় হবেন কয় রাশির ওপর। ২০২৭ পর্যন্ত থাকবে শনিদেব দেবের কৃপা। ৩ রাশির জীবনে আসছে বিরাট পরিবর্তন।

