- Home
- Astrology
- Horoscope
- দেবীর বোধনের আগে লক্ষ্মী লাভ, পুজোয় সুখের সাগরে ভাসবেন এই তিন রাশির জাতক জাতিকা
দেবীর বোধনের আগে লক্ষ্মী লাভ, পুজোয় সুখের সাগরে ভাসবেন এই তিন রাশির জাতক জাতিকা
২৪ সেপ্টেম্বর চন্দ্র ও মঙ্গলের মিলনে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হবে। মকর, সিংহ ও তুলা রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন। আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং পারিবারিক সুখ লাভের সম্ভাবনা রয়েছে।

২৪ সেপ্টেম্বর রাত ২টো ৫৫ মিনিটে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, মঙ্গল এই রাশিতে আগে থেকেই বিরাজমান। চন্দ্র ও মঙ্গলের মিলনে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। যা শুভ বার্তা নিয়ে আসবে তিন রাশির জন্য। দেখে নিন তালিকায় আছেন কে কে।
মকর রাশি
দুর্গাপুজোর সময় এই মহালক্ষ্মী রাজযোগে মকর রাশির জাতক জাতিকারা ব্যাপক ভাবে লাভবান হবেন। অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। সংসারে সুখ থাকবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। অনেকদিনের কঠোর পরিশ্রমে ফল পাবেন। কর্মক্ষেত্রে চাপ কাটবে এই সময়। তেমনই সার্বিকভাবে পুজোর সময় দারুণ ফুরফুরে মেজাজে থাকবে।
সিংহ রাশি
দীর্ঘদিন ধরে করে থাকা পরিকল্পনা এই সময় সফল হবে। কেরিয়ারে হবে উন্নতি। এই সময় আর্থিক অবস্থা হবে উন্নত। চাকরিক্ষেত্রে প্রশংসা পাবেন। এই সময় প্রেমের সম্পর্ক হবে উন্নত। সকল বিবাদ মিটে যাবে। তেমনই দাম্পত্য সম্পর্ক উন্নত হবে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। পরিবারে সুখ আসবে।
তুলা রাশি
পুজোর সময় চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, মঙ্গল এই রাশিতে আগে থেকেই বিরাজমান। এতে শুভ প্রভাব পড়বে তুলা রাশির ওপর। ব্যবসায় হবে উন্নতি। চাকরিজীবীদের জন্য সময়া ভালো। এই সময় আটকে থাকা কাজে আসবে গতি। তেমনই সামাজিক ক্ষেত্রে বাড়বে সম্মান। এই সময় পরিবারের সঙ্গে চলতে থাকা সকল বিবাদ মিটে যাবে।
রবিবার ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হতে দেবী পক্ষের সুচনা সময়। মর্ত্যলোকে আসবে মা দুর্গা। প্রতি বছর এই চারটি দিনের জন্য সকলে সকল দুঃখ ভুলে মেতে ওঠেন আনন্দে। এবার এই সময় ভাগ্য বদল হবে এই তিন রাশির। জীবনের সকল জটিলতা দূর হবে।

