সংক্ষিপ্ত
রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এরা সকলের থেকে আলাদ। এরা ছোট ছোট সিদ্ধান্ত নিতে হিমশিম খান। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না এরা।
আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। কেউ স্পষ্টবক্তা তো কেউ নিশ্চুপ। কেউ দয়ালু ও পরোপকারী তেমনই কেউ স্বার্থপর। আমরা সকলে একে অপরের থেকে আলাদা। সকলের মধ্যে এই তফাতের কারণ হল তাদের রাশি। রাশি ভিন্ন হওয়ায় সকলের মধ্যে রয়েছে তফাত। এর কারণ আমাদের রাশি। বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে আমরা সকলে একে অপরের থেকে আলাদা। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এরা সকলের থেকে আলাদ। এরা ছোট ছোট সিদ্ধান্ত নিতে হিমশিম খান। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না এই চার রাশির ছেলে মেয়েরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।
মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা যে কোনও সিদ্ধান্ত নিতে অধিক সময় ব্যয় করেন। এরা ছোট ছোট বিষয় বিভ্রান্ত হয়ে পড়েন। অধিকাংশ সময় তাড়াহুড়ো করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এরা।
তুলা রাশি
রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা নিরপেক্ষ থাকতে পছন্দ করেন। তবে, নিরপেক্ষ থেকে কোনও বিষয় স্থির করা এদের জন্য কঠিন। এরা বারে বারে ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন। এরা যে কোনও বিষয় স্থির করতে অধিক সময় নেন।
ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। বাকি দুই রাশির সঙ্গে এদের মিল বিস্তর। এরাও কোনও বিষয় স্থির করে উঠতে পারেন না। কোনও ক্ষেত্রে কী করবেন তা বুঝে উঠতে পারেন না। এরা সকলের থেকে আলাদা। এরা অধিক সময় থাকেন বিভ্রান্ত।
মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদ। এরা ছোট ছোট সিদ্ধান্ত নিতে হিমশিম খান। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না এই রাশির ছেলে মেয়েরা। এরা কোনও বিষয় স্থির করে উঠতে পারেন না। এদের এই স্বভাবের কারণে বিপদে পড়েন এরা। এরা কোনও বিষয় সিদ্ধান্ত নিতে পারেন না। এই রাশির সঙ্গে সম্পর্কে জড়ালে সতর্ক হন। এদের কারণে পড়তে পারেন বিপদে। চিনে নিন এই সকল রাশির ছেলে মেয়েদের।
আরও পড়ুন-
সন্তানের ভবিষ্যত গঠনে সর্বদা স্ত্রীর পাশে থাকেন এরা, দায়িত্ববান পুরুষ হন এই চার রাশি
পার্টিতে কীভাবে সকলের নজর কাড়তে হয় তা এদের জানা, দেখে নিন কারা এমন
চাকরি বা ব্যবসায় সমস্যায় পড়ছেন, বট পাতার এই ৪ প্রতিকার দূর করবে সকল সমস্যা