সংক্ষিপ্ত

রইল চার রাশির কথা। সম্পর্ক নিয়ে অধিক চিন্তা করেন এরা, সম্পর্ক নিয়ে নেতিবাচক ভাবনা আসে এদের মনে। দেখে নিন তালিকায় কে কে আছে।

প্রতিটি মানুষের মধ্যে রয়েছে বিস্তর তফাত। এর ব্যখ্যা রয়েছে শাস্ত্রে। শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। স্বভাব থেকে আচরণ, কথা বলার ধরন থেকে মনের ভাবনা- সর্বত্র রয়েছে বিস্তর তফাত। তেমনই পার্থক্য প্রেম নিয়ে ভাবনায়। আজ রইল চার রাশির কথা। সম্পর্ক নিয়ে অধিক চিন্তা করেন এরা, সম্পর্ক নিয়ে নেতিবাচক ভাবনা আসে এদের মনে। দেখে নিন তালিকায় কে কে আছে।

কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির প্রেম জীবন হয় জটিল। এরা নিজেরাই জটিল করে তোলেন। এরা প্রেম নিয়ে থাকেন চিন্তায়। এই রাশির ছেলে মেয়েরা সর্বদা সম্পর্ক নিয়ে নেতিবাচক ভাবনা চিন্তা করে থাকেন। এদের মনে অধিকাংশ সময় নেতিবাচক চিন্তা আসে।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরাও এমন কর্কট রাশির মতো। এই রাশির ছেলে মেয়েরাও সব সময় নেতিবাচক ভাবনা চিন্তা করে থাকেন। এরা সম্পর্কের ব্যাপারে সব সময় ভয় পান। এরা প্রতারিত হওয়ার ভয় পান। যে কারণে সম্পর্কে মানসিক শান্তি চট করে পান না এরা।

মকর রাশি

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এই রাশির ছেলে মেয়েরাও এমন স্বভাবের। এদের মনে সব সময় নেতিবাচক চিন্তা আসে। সে কারণে এরা সব সময় সন্দেহ করে থাকে। এই কারণে সম্পর্কে দেখা দেয় জটিলতা।

মীন রাশি

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। সম্পর্ক নিয়ে অধিক চিন্তা করেন এরা, সম্পর্ক নিয়ে নেতিবাচক ভাবনা আসে এদের মনে। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। এদের ভাবনা নেতিবাচক ভাবনার জন্য এরা জটিলতায় ভোগেন।

আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। কেউ স্পষ্টবক্তা তো কেউ নিশ্চুপ। কেউ দয়ালু ও পরোপকারী তেমনই কেউ কঠিন ও স্বার্থপর। এই কারণে এমন ভিন্ন স্বভাবের হয় এরা। এরা সকলের থেকে আলাদা হয়। এই রাশির ছেলে মেয়েরা সম্পর্ক নিয়ে অধিক চিন্তায় ভোগেন। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সতর্ক হন। চিন্তায় ভোগেন এই রাশির ছেলে মেয়েরা। 

 

আরও পড়ুন

আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন তালিকায় কে কে আছেন

রাগের কারণে বিপদে পড়তে পারেন এই তারিকের জাতক জাতিকা, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

মহাশিবরাত্রিতে শনিদেবের পূজার যোগ, সাড়েসতি ও শনির দোষ এড়াতে এই নিয়মগুলি কাজে লাগান